'হারামখোর' বলে আক্রমণ, শিবেসেনা নেতা সঞ্জয় রাউতকে পাল্টা দিলেন কঙ্গনা
কঙ্গনাকে আক্রমণ করতে গিয়ে শনিবার বেলাগাম শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলে বসেন 'হারামখোর মেয়ে'।
নিজস্ব প্রতিবেদন : কঙ্গনা রানাওয়াতের সঙ্গে শিবসেনার তরজা অব্যাহত। চলছে আক্রমণ, পাল্টা আক্রামণের পালা। কঙ্গনাকে আক্রমণ করতে গিয়ে শনিবার বেলাগাম শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলে বসেন 'হারামখোর মেয়ে'। সঞ্জয় রাউতের এধরনের আক্রমণের পর তাঁকে পাল্টা দিতেও ছাড়লেন না কঙ্গনা রানাওয়াত।
সঞ্জয় রাউতের কথার জবাবে টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন কঙ্গনা। যেখানে তিনি বলেন, ''আমাকে আপনি হারমখোর মেয়ে বলেছেন। আপনি তো মন্ত্রী, জেনেই থাকবেন, এদেশে প্রতিদিন, প্রতিঘণ্টায় কত মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, শোষণ করা হচ্ছে। কখনও মেয়েদের কেটে অ্যাসিড দিয়ে ফেলে দেওয়া হয়। অনেকক্ষেত্রে স্বামীর হাতেই নির্যাতিত হন মহিলারা। আর এর জন্য দায়ী হল এই মানসিকতা। আপনি নিজের যে রূপ দেশের সামনে ধরছেন, সেই মানসিকতাই এর জন্য দায়ী। এই দেশের মেয়েরা আপনাকে ক্ষমা করবেন না। যখন আমির খান, নাসিরুদ্দিনজী বলেছিলেন এই দেশে থাকতে ভয় লাগে, তখন তো ওনাদের কেউ হারামখোর বলেনি। এর আগে আমিই মুম্বই পুলিসের প্রশংসা করেছি। কিন্তু যখন সেই মুম্বই পুলিসের সামনেই পালঘরের মতো ঘটে, সুশান্তের মৃত্যুর পর FIR নিতেও তাঁরা অস্বীকার করে, তার আমি তীব্র নিন্দা করি। আমার মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। সঞ্জয়জী আপনার কথারও আমি তীব্র নিন্দা করছি। আপনি মহারাষ্ট্র নন। আমি ৯ সেপ্টেম্বর আসছি। আপনারা বলেছেন আমায় মারবেন, ঠিক আছে ৯ তারিখ দেখা হবে।''
আরও পড়ুন-COVID-19 এ আক্রান্ত বলিউড অভিনেতা অর্জুন কাপুর
संजय जी मुझे अभिव्यक्ति की पूरी आज़ादी है
मुझे अपने देश में कहीं भी जाने की आज़ादी है ।
मैं आज़ाद हूँ । pic.twitter.com/773n8XDESI— Kangana Ranaut (@KanganaTeam) September 6, 2020
এদিকে কঙ্গনার সম্পর্কে সঞ্জয় রাউতের এধরনের মন্তব্যের তীব্র নিন্দা করেছেন অভিনেত্রী দিয়া মির্জা। দিয়া টুইটারে লিখেছেন, ''কঙ্গনাকে আক্রমণ করতে গিয়ে সঞ্জয় রাউত হারামখোর শব্দটি ব্যবহার করেছেন। এই শব্দ ব্যবহারের তীব্র নিন্দা করছি। স্যর, কঙ্গনা যা বলেছেন সে সম্পর্কে আপনার আপত্তি জানানোর অধিকার রয়েছে, কিন্তু ওই ধরনের শব্দ ব্যবহারের জন্য আপনার ক্ষমা চাওয়া উচিত।''
Strongly condemn the word ‘haramkhor’ used by @rautsanjay61. Sir you have every right to express your displeasure for what Kangana has said but you must apologise for using such language. https://t.co/6uY3AObCcw
— Dia Mirza (@deespeak) September 5, 2020
প্রসঙ্গত, অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পর থেকেই সরব কঙ্গনা। মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি ও মুম্বইয়ের পরিস্থিতি নিয়ে তাঁর কিছু মন্তব্য বিতর্ক তৈরি করেছে। সেই বিতর্কে জড়িয়ে পড়েছেন শিবসেনা নেতা সঞ্জয়ও। তিনি অভিযোগ করেছিলেন, মহারাষ্ট্র ও শিবাজি মহারাজকে অপমান করেছেন কঙ্গনা। যদিও অভিনেত্রীর কথায়, তিনি শিবাজি মহারাজকে অসম্মান করেননি। শুধু বাকস্বাধীনতার পক্ষে সওয়াল করেছেন। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী কঙ্গনার মুম্বইয়ে থাকা নিয়ে প্রশ্ন তোলায় মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের মতো লাগছে বলে টুইট করেছিলেন 'কুইন' কঙ্গনা।
আরও পড়ুন-৯ সেপ্টেম্বর পর্যন্ত NCB হেফাজতে সুশান্তের রাঁধুনি দীপেশ সাওয়ান্ত