Kangana Ranaut: 'মানুষ এত বদনাম করেছে যে আমার বিয়ে হচ্ছে না', মা হতে চেয়ে বিস্ফোরক কঙ্গনা...

Kangana Ranaut: ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন কঙ্গনা রানাওয়াত। কিন্তু তা বিয়ে অবধি পৌঁছায়নি। প্রেমের সম্পর্কে জড়িয়ে বহুবার জলঘোলা করেছেন। সবকিছু ছাপিয়ে ৩৮ বছর বয়সি এই অভিনেত্রী এখনো অবিবাহিত। কেন তিনি বিয়ে করছেন না? 

সৌমিতা মুখোপাধ্যায় | Updated By: Sep 2, 2024, 08:56 PM IST
Kangana Ranaut: 'মানুষ এত বদনাম করেছে যে আমার বিয়ে হচ্ছে না', মা হতে চেয়ে বিস্ফোরক কঙ্গনা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) বহু প্রতীক্ষিত ছবি 'ইমারজেন্সি', তবে আচমকাই সেই ছবির মুক্তি আটকে যায়। জানা যায় সেন্সর বোর্ডের বেশ কয়েকজন সদস্য এই ছবির জন্য মৃত্যুর হুমকি পাচ্ছে। সেন্সর বোর্ডের তরফ থেকে বাদ দিতে বলা হয়েছে একাধিক সিন। এরই মাঝে ফের শিরোনামে বলিউড অভিনেত্রী ও বিজেপির সাংসদ কঙ্গনা রানাওয়াত। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Kunal Ghosh | Arijit Singh: প্রতিবাদের অ্যান্থেম অরিজিতের গান, প্যারোডি গেয়ে ফের 'সেমসাইড' কুণালের...

ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন কঙ্গনা রানাওয়াত। কিন্তু তা বিয়ে অবধি পৌঁছায়নি। প্রেমের সম্পর্কে জড়িয়ে বহুবার জলঘোলা করেছেন। সবকিছু ছাপিয়ে ৩৮ বছর বয়সি এই অভিনেত্রী এখনো অবিবাহিত। সম্প্রতি ছবির প্রচারে ‘আপ কি আদালত’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েন কঙ্গনা। 

অভিনেতা নাকি রাজনীতিবিদ— ব্যক্তিগত জীবনে আপনি কাকে বিয়ে করতে চান? দর্শকের এমন প্রশ্নের উত্তরে কঙ্গনা বলেন, ‘আমি এখন এ বিষয়ে কী বলব? বিয়ে নিয়ে আমার মতামত খুব ভালো, আমি মনে করি সবারই একজন সঙ্গী থাকা উচিত। আমার মনে হয়, আমার মা হওয়ার সময় হয়েছে। কিন্তু মানুষ আমার নামে এত বদনাম করেছে যে, আমার বিয়ে হচ্ছে না। আমার বিরুদ্ধে এত মামলা আছে যে, যখনই আমি কারো সঙ্গে কথা বলা শুরু করি, তখনই আমার বাড়িতে পুলিশ আসে বা আমাকে সমন পাঠানো হয়। একবার সমন পাঠানো দেখে আমার হবু শ্বশুর-শাশুড়ি বাড়ি থেকে পালিয়ে যায়। এসব বিষয় প্রভাব ফেলেছে। আমি মজা করছি না।’

আরও পড়ুন- Kanchan-Sreemoyee: 'নিজেদের বেডরুমের ফুটোয় উঁকি মারুন...', কাঞ্চনের হয়ে ব্যাট ধরলেন শ্রীময়ী! তারপর...

প্রসঙ্গত, কিছুদিন আগেই কঙ্গনার বিয়ে নিয়ে খবর ছড়িয়ে পড়েছিল। এক ব্যবসায়ীর সঙ্গে তাঁর নামও জড়িয়েছিল তবে কঙ্গনা জানিয়ে দেন যে পুরোটাই জল্পনা। সেই সময় অভিনেত্রী বলেন, 'আমি অন্য কারোর সঙ্গে সম্পর্কে আছি,সঠিক সময়ে সব জানাব। দয়া করে আমাদের নাম একসঙ্গে জুড়ে আমাদের অস্বস্তিতে ফেলবেন না। যেকোনও মহিলার সঙ্গে নতুন কোনও পুরুষের নাম জুড়ে দেওয়াটা সঠিক নয়'। প্রসঙ্গত কঙ্গনার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তেজস’। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এই সিনেমা। ৬৫ কোটি টাকা ক্ষতি হয় প্রযোজকের। এবার মুক্তির অপেক্ষায় 'ইমারজেন্সি', তবে শুরু থেকেই বিতর্কের মুখে এই ছবি। ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumita Mukherjee

ইংরেজিতে মাস্টার্স, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ছাত্রী। বিনোদনের খবর করা নেহাত বিনোদন নয়, গত ১৪ বছরের সাংবাদিক জীবনে তা প্রতিষ্ঠা করেছেন।তারকাদের প্রশ্ন করাতেই সাবলীল। ভোট কভারেজ থেকে দেশ-বিদেশের সব রকমের খবর, ফিল্ড রিপোর্টিং থেকে ভয়েস ওভার, কপি লেখা থেকে ইভেন্ট-- সর্বমুখিন, সর্বত্রগামী।

...Read More

.