Kangana Ranaut On Agnipath Scheme: 'ড্রাগস-পাবজির নেশায় বুঁদ একটা অংশ এই বদল চাইছে', 'অগ্নিপথ'-এর পাশে কঙ্গনা

ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা জানিয়েছেন, "ইজরায়েলের মতো বহু দেশেই যুবদের জন্য সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক। এর দ্বারা শৃঙ্খলা, দেশভক্তির মতো জীবনের মূল্যবোধ শেখা যায়। নিজের কেরিয়ার তৈরি এবং অর্থ উপার্জন ছাড়াও অগ্নিপথের একটা গুরুত্বপূর্ণ অর্থ রয়েছে।" 

Updated By: Jun 18, 2022, 07:10 PM IST
Kangana Ranaut On Agnipath Scheme: 'ড্রাগস-পাবজির নেশায় বুঁদ একটা অংশ এই বদল চাইছে', 'অগ্নিপথ'-এর পাশে কঙ্গনা

নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রের ঘোষিত 'অগ্নিপথ প্রকল্প'-এর (Agnipath Scheme) বিরোধিতায় সরব যুব সমাজের একাংশ। বিভিন্ন রাজ্যে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। রেল অবরোধ, ভাঙচুর, রাস্তা অবরোধ হয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রের পাশে দাঁড়ালেন বলি অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। 'অগ্নিপথ প্রকল্প'-এর (Agnipath Scheme) প্রশংসা শোনা গেল তাঁর মুখে।

ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি জানিয়েছেন, "ইজরায়েলের মতো বহু দেশেই যুবদের জন্য সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক। এর দ্বারা শৃঙ্খলা, দেশভক্তির মতো জীবনের মূল্যবোধ শেখা যায়। নিজের কেরিয়ার তৈরি এবং অর্থ উপার্জন ছাড়াও অগ্নিপথের একটা গুরুত্বপূর্ণ অর্থ রয়েছে।" 

এখানেই শেষ নয়, অগ্নিপথকে গুরুকূল শিক্ষার সঙ্গেও তুলনা করেছেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। তিনি লিখেছেন, "প্রচীনকালে সকলে গুরুকূলে যেতেন, এটাও তেমনই। এখানে কেবল তাঁরা বেতন পাবেন। ভাবতে অবাক লাগে, ড্রাগস এবং পাবজির নেশায় বুঁদ একটা বড় অংশের যুব, এটা বদলাতে চাইছে। সরকারের পদক্ষেপ প্রশংসনীয়।"

প্রসঙ্গত, ভারতীয় সেনাকে আধুনিকীকরণের স্বার্থে এই প্রকল্প। সেনায় অস্থায়ীভাবে ৪ বছরের জন্য কর্মী নিয়োগ হবে। যাঁদের ‘অগ্নিবীর’ নামে দেওয়া হয়েছে। বর্তমানে ভারতীয় সেনার গড় বয়স ৩২ বছর। 'অগ্নিপথ প্রকল্প' (Agnipath Scheme) কার্যকর হলে এক ধাক্কায় তা ২৬ বছর হয়ে যাবে। প্রথমে নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম বয়স ১৭ বছর। সর্বোচ্চ বয়স ২১ বছর ছিল। বিক্ষোভের জেরে  বয়সের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ২৩ বছর করা হয়েছে। চার বছর পর ২৫ শতাংশের বেশি প্রশিক্ষণপ্রাপ্ত তরুণের চাকরি স্থায়ী করা হবে না। এই প্রকল্পের আওতায় প্রতি মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা বেতন। চার বছর পরে ১১ থেকে ১২ লক্ষ টাকা এককালীন অর্থ দেওয়া হবে। যা হবে সম্পূর্ণ করমুক্ত।

শনিবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানান হয়েছে, 'অগ্নিবীর'দের (Agniveers) জন্য অসম রাইফেলস এবং সেন্ট্রাল আর্মড পুলিস ফোর্সে (CAPF) ১০ শতাংশ পদ সংরক্ষিত থাকবে। বাড়ানো হচ্ছে বয়সের ঊর্ধ্বসীমাও। প্রথম ব্যাচের 'অগ্নিবীর'দের (Agniveers) জন্য বয়সের ঊর্ধ্বসীমা আরও ৫ বছর বাড়ানো হচ্ছে। অর্থাৎ প্রথমে ২১ বছর থাকলেও, তা পরে ২৩ করা হয়। এবার তা আরও বাড়ানো হচ্ছে। 

তেমনই 'অগ্নিবীর'দের (Agniveers) জন্য প্রতিরক্ষা মন্ত্রকের নিয়োগে ১০ শতাংশ পদ সংরক্ষণ করা হবে। শীঘ্রই নিয়োগ বিধি তৈরি হবে। এছাড়া তাঁদের আরও ৬টি মন্ত্রকে তাঁদের নিয়োগ করা হবে। অসামরিক বিমান পরিবহন, অসামরিক প্রতিরক্ষা, উপকূলরক্ষী বাহিনী-সহ ১৬টি প্রতিরক্ষা সংস্থায় নিয়োগ করা হবে। প্রতিরক্ষা মন্ত্রক বাদে অন্যত্র ১০ থেকে ২৫ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা থাকবে। প্রবল বিক্ষোভের মুখে শনিবার তিন সেনার প্রধানের সঙ্গে বৈঠকে বসেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেই বৈঠকেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।  

.