3 Idiots Sequel: আসছে থ্রি ইডিয়টস-এর সিক্যুয়েল! করিনার পোস্টে অশুভ ইঙ্গিত...

থ্রি ইডিয়টস-এর সিক্যুয়েল? তবে কী আবার র্য়ান্চো, ফারহান ও রাজুকে ফের দেখা যাবে একসাথে!

Updated By: Mar 24, 2023, 05:33 PM IST
3 Idiots Sequel:  আসছে থ্রি ইডিয়টস-এর সিক্যুয়েল! করিনার পোস্টে অশুভ ইঙ্গিত...

শতরূপা কর্মকার: শুক্রবার সকালে হটাৎ করেই নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন করিনা কাপুর। আমির খান, আর মাধবন ও শরমণ যোশীর একটি ছবি দেখিয়ে তিনি বলেন, এঁরা  তিনজন একসাথে নিশ্চয়ই কিছু একটা প্ল্যান করছেন। কিন্তু কী প্ল্যান করছেন সেটা করিনাকেও বলেননি তাঁরা। এর জন্য তিনি দুঃখ পেয়েছেন সেটাও জানান তিনি।
 
সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে তাঁদের তিনজনকে একসাথে দেখা গিয়েছে। করিনা তখন আফ্রিকায় ছুটি কাটাতে গিয়েছিলেন তাঁর পরিবারের সঙ্গে। মজা করে করিনা বলেন, তাঁকে ছাড়া এরকম প্ল্য়ান করা ঠিক হয়নি। আমিরদের বিরুদ্ধে অনুযোগ করে বলেন তাঁকে জানানো পর্যন্ত হয়নি কিছু। ফ্যানদের উদ্দেশ্য করে কী তাহলে 'থ্রি ইডিয়টস'-এর সিক্যুয়েলের হিন্ট দিচ্ছেন করিনা?

আরও পড়ুন: Pradeep Sarkar: ‘দাদা চলে গেলেন…অনেক গান শোনানো বাকি রয়ে গেল!’, পরিচালকের প্রয়াণে শোকাতুর অম্বরীশ, সৌমিলিরা

২০০৯ সালে রিলিজ হওয়া থ্রি ইডিয়টস সিনেমায় পিয়ার চরিত্রে অভিনয় করেছিলেন করিনা। মূল চরিত্র র্য়ান্চো। তাঁর চরিত্রে ছিলেন আমির খান। তারকা খচিত এই সিনেমার অন্য়তম চরিত্র ভাইরাস। তাঁর চরিত্রে অভিনয় করেছিলেন বোমান ইরানি। এছাড়াও মিলিমিটার, রাজু, ফারহান, চতুর এমনকী লাইব্রেরিয়ান দুবে জির নাম শুনলে এখনও সকলের মনে পড়ে যায় সিনেমার সেই সব আইকনিক দৃশ্য। আবার বউ বেশে করিনার স্কুটারে চড়ে আসার দৃশ্য় দেখলে এখনও ঝড় ওঠে হাততালির। তাই করিনাকে ছাড়াও থ্রি ইডিয়টস ভাবাই যায় না।

 

স্বাভাবিক ভাবেই তাই করিনাকে না জানিয়ে থ্রি ইডিয়টস-এর সিক্যুয়েল প্ল্য়ান হচ্ছে দেখে আশ্চর্য তিনি। ভিডিয়োর শেষে তিনি বলেন বোমান ইরানিকে ফোন করে জানতে হবে তাঁকেও এরকম ধোঁয়াশার মধ্যে রেখেছেন কিনা! 

আরও পড়ুন: Rani Mukerji on Pradeep Sarkar's demise: 'সেদিন বারবার ফেসটাইমে আসতে বলছিলেন, নেটওয়ার্ক খারাপ থাকায় পারিনি', প্রদীপ প্রয়াণে আক্ষেপ রানির

করিনার এই ইঙ্গিত 'থ্রি ইডিয়টস' ফ্য়ানদের মধ্যে হইচই ফেলে দিয়েছে। ২০০৯ সালে 'থ্রি ইডিয়টস' হিট হওয়ার পরে অনেকেই এর সিক্যুয়েলের জন্য অপেক্ষা করে ছিলেন। হয়তো এই অপেক্ষার অবসান হতে চলেছে। তবে ইতিমধ্যেই নেটপাড়া দুই দলে ভাগ হয়ে গিয়েছে। একদল এই ইঙ্গিত পাওয়ার পর থেকেই মুখিয়ে আছে 'থ্রি ইডিয়টস'-এর সিক্যুয়েলের আশায়। আবার অন্যদিকে আরেকদল বলছে সিক্যুয়েলের প্রয়োজন নেই। ফারহান আখতারের 'রক অন ২' -এর সূত্র টেনে নেটপাড়া বলছে, 'থ্রি ইডিয়টস' একটি এভারগ্রিন ক্লাসিক সিনেমা, সিক্যুয়েল এলে এর স্বাদটাই নষ্ট হয়ে যেতে পারে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.