ক্যাটরিনার এই রূপ যেন ভয় ধরাচ্ছে!

এমন ভয়ানক চেহারায় ক্যাটরিনাকে কখনও দেখেছেন?

Updated By: Jul 16, 2018, 09:07 PM IST
ক্যাটরিনার এই রূপ যেন ভয় ধরাচ্ছে!

নিজস্ব প্রতিবেদন: ১৬ জুলাই নিজের ৩৫ বছরের জন্মদিন সেলিব্রেট করছেন ক্যাটরিনা কাইফ। আর ক্যাটের জন্মদিনে তাঁর ভক্তদের জন্য বিশেষ উপহার দিলেন শাহরুখ। কী বুঝতে পারলেন না তো? ভাবছেন ক্যাটরিনার জন্যদিনে তাঁর ভক্তদের উপহার শাহরুখ কেন দিতে যাবেন? তবে কি!!!!!

আরে নানা, অন্যকিছু ভাবার আগে পুরো বিষয়টা শুনুন। শাহরুখের আগামী ছবি 'জিরো'তে দেখা যাবে ক্যাটরিনাকেও। আর সেই ছবিতে ক্যাটরিনার লুক কেমন হবে তা নিয়ে দর্শকদের আগ্রহ তো রয়েছেই। আর তাই সহ-অভিনেত্রী ক্যাটরিনার জন্মদিনে তাঁর 'জিরো' বিশেষ লুকই প্রকাশ্যে এনেছেন খোদ কিং খান। টুইট করে প্রকাশ করেছেন ক্যাটরিনার এই ছবি। যা দেখলে যেকেই চমকে যাবেন। ক্যাটরিনা কাজল লেপটানো চোখের এই ছবি দেখলে যে কেউ ভয় পেয়ে যাবেন। 

আরও পড়ুন-বিদায় বেলায় বাড়ি ফেরার ডাক ব্যোমকেশের

বলিউড লাইফ সূত্রে খবর এই ছবিতে একজন 'অ্যালকোহলিক' অভিনেত্রীর চরিত্রে দেখা যাবে ক্যাটকে। পাশাপাশি এই ছবিতে শাহরুখকে বিশেষ ভূমিকায় দেখা যাবে তা হয়ত অনেকেরই জানা। তবে অনেকে এটা হয়তবা জানেন না, 'জিরো'তে অনুষ্কা ও ক্যাটরিনার চরিত্র দুটিকে নানান প্রতিকূলতার মুখোমুখি হতে হবে।

আরও পড়ুন-একধাপে ৮০ বছরের বৃদ্ধে পরিণত হয়েছেন আবির, কিন্তু কীভাবে?

.