কেবিসি জিতলে এ বার মিলবে সাত কোটি

`কৌন বনেগা ক্রোড়পতি` এবার `কৌন বনেগা সাত ক্রোড়পতি`। হ্যাঁ, এমনই হতে চলেছে। অমিতাভ বচ্চন সঞ্চালিত `কৌন বনেগা ক্রোড়পতি`-র সপ্তম সংস্করণের সব কটা প্রশ্নের সঠিক উত্তর দিলে মিলবে সাত কোটি টাকা। এমন কথাই জানালেন উদ্যোক্তারা। আগামি ৬ সেপ্টেম্বর থেকে সোনি ইন্টারটেনমেন্ট চ্যানেলে শুরু হতে চলেছে কেবিসি-সেভেন।

Updated By: Aug 31, 2013, 01:20 PM IST

`কৌন বনেগা ক্রোড়পতি` এবার `কৌন বনেগা সাত ক্রোড়পতি`। হ্যাঁ, এমনই হতে চলেছে। অমিতাভ বচ্চন সঞ্চালিত `কৌন বনেগা ক্রোড়পতি`-র সপ্তম সংস্করণের সব কটা প্রশ্নের সঠিক উত্তর দিলে মিলবে সাত কোটি টাকা। এমন কথাই জানালেন উদ্যোক্তারা। আগামি ৬ সেপ্টেম্বর থেকে সোনি ইন্টারটেনমেন্ট চ্যানেলে শুরু হতে চলেছে কেবিসি-সেভেন।
চ্যানেল কর্তৃপক্ষের দাবি এ বার একেবারে ভিন্ন মোড়কে আনা হচ্ছে এই অনুষ্ঠান। স্টুডিও ঢেলে সাজানো হচ্ছে। গুরগাঁওয়ের ফিল্ম স্টুডিও ছেড়ে অমিতাভের কোটিপতির আসর বসছে এ বার আন্ধেরীতে যশ চোপড়ার ঝাঁ চকচকে উন্নততর স্টুডিওতে। অনুষ্ঠানের থিমের নাম `শিখনা বন‍্‍ধ তো জিনা বন‍্ধ`। মানে `শেখার শেষ মানে বাঁচার শেষ`।
১৫টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে মিলবে সাত কোটি টাকা। নতুন ফরম্যাটের কেবিসিতে-শেষ চারটে প্রশ্নে থাকছে চারটে ধাপ। ১ কোটি, ৩ কোটি, ৫ কোটি আর সব শেষে ৭ কোটি।
ফাস্টটেস্ট ফিঙ্গার ফাস্ট রাউন্ডের পরিবর্তে আসছে `বেস্ট আউট অফ থ্রি`রাউন্ড। চারটের পরিবর্তে এ বার কেবিসি তে থাকছে পাঁচটে লাইফ লাইন। অডিয়েন্স পোল, ফোন আ ফ্রেন্ডের সঙ্গে থাকছে আরও তিনটি লাইফলাইন। ফ্লিপ দ্য কোয়েশ্চেন রাউন্ডের বদলে আসছে আস্ক দ্য ইস্কপার্ট রাউন্ড। `50:50` রাউন্ডের বদলে থাকছে ডাবল ডিপ। আর এ বার লাইফলাইন রাউন্ডে বিশেষ আকর্ষণ `পাওয়ার পাপলু`।

Tags:
.