Madhya Pradesh: বউমার যৌনাঙ্গে লঙ্কার গুঁড়ো, ঠেকানো হল গরম রড! অমানবিক অত্যাচার শ্বশুর-শাশুড়ির

Madhya Pradesh: এমন ঘটনা বারবার মনে করিয়ে দিচ্ছে গুজরাটের নির্ভয়া ধর্ষণের স্মৃতি। যেখানে নাবালিকাকে ধর্ষণ করে রড ঢুকিয়ে দেওয়া হয়েছিল যৌনাঙ্গে। 

Updated By: Dec 21, 2024, 09:02 PM IST
Madhya Pradesh: বউমার যৌনাঙ্গে লঙ্কার গুঁড়ো, ঠেকানো হল গরম রড! অমানবিক অত্যাচার শ্বশুর-শাশুড়ির

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অমানবিক নিষ্ঠুর অত্যাচার। যৌনাঙ্গে ঢোকানো হল গরম রড শুধু তাই নয় ক্ষতির পরিমাণ বাড়াতে ব্যবহার করা হল লঙ্কার গুঁড়ো! গায়ে কাঁটা দেওয়ার মতন ঘটনা। এমনই লোমহর্ষক ঘটনা ঘটল মধ্য প্রদেশের রাজগড় জেলায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, ৩২ বছর বয়সী এক মহিলাকে বীভৎস শারীরিক করেছে তারই শ্বশুর-শাশুড়ি এবং স্বামী। প্রথমে মহিলাকে নগ্ন করে গরম রড দিয়ে পা পড়ানো হয়। এবং তারপর লঙ্কার গুঁড়ো যৌনাঙ্গে ডলে দেওয়া হয়। 

আরও পড়ুন: RBI: মোদীর সামনে বড় চ্যালেঞ্জ! গত আড়াই মাস ধরে ক্রমাগত কমছে দেশের বৈদেশিক মুদ্রা ভাণ্ডারের পরিমাণ

এমন ঘটনা বারবার মনে করিয়ে দিচ্ছে গুজরাটের নির্ভয়া ধর্ষণের স্মৃতি। যেখানে নাবালিকাকে ধর্ষণ করে রড ঢুকিয়ে দেওয়া হয়েছিল যৌনাঙ্গে। অভিযুক্ত নির্যাতিতার বাবার সহকর্মী। কেন? না তাঁকে অপরিচিত এক যুবক তাঁকে যৌন হেনস্থা করার চেষ্টা করেছিল। সেই অপরিচিত যুবকের বিরুদ্ধে কোনরকমের স্টেপ না নিয়ে উল্টে বাড়ির লোক বউয়ের উপর হেনস্থা করে। 

১৩ ডিসেম্বর শনিবার এই ঘটনাটি ঘটে। বর্তমানে পুলিসি হেফাজতে রয়েছেন। পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, শ্বশুড় নিজের হাতে লঙ্কার গুঁড়ো বউমার যৌনাঙ্গে ডলে দিয়েছে। এবং সেই সময় শাশুড়ি তাঁর পায় পোড়াচ্ছিল। একজন পথচারী সেই সময় গোটা ঘটনাটি দেখে। সঙ্গে সঙ্গে পুলিসে খবর দেওয়া হয়। পুলিস এসে উদ্ধার করে মহিলাকে। গ্রেফতার করা হয় শ্বশুর-শাশুড়ি এবং স্বামীকে।   

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.