নিজস্ব প্রতিবেদন : লকডাউনের মধ্যে টিভি খারাপ হয়ে গিয়েছে। সারাদিন সময়টা কীভাবে কাটবে? এই ভেবেই অভিনেতা, নাট্য ব্য়ক্তিত্ব স্বামী কৌশিক সেনের উপর বেজায় চটেছিলেন তাঁর অভিনেত্রী স্ত্রী রেশমি সেন। তবে এক নিমেষেই বাবা-মায়ের ঝগড়া থামিয়ে সমস্যার সমাধান করলেন ছেলে ঋদ্ধি সেন। লকডাউনে কৌশিক, রেশমি সেনের বাড়িতেই বসল নাটকের আসর। আর সেখানে আর কী কী ঘটছে, তা জানতে হলে দেখতে হবে লকডাউন শর্টস 'শিল্পী'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়ের উইন্ডোজ প্রোডাকশনের উদ্যোগে লকডাউন শর্টস-এর চতুর্থ শর্টফিল্মে এভাবেই একপর্দায় ধরা দিয়েছেন কৌশক সেন, রেশমি সেন ও ঋদ্ধি সেন। শর্টফিল্মটির নাম শিল্পী। আর এই উইন্ডোজ প্রোডাকশনের এই শর্টফিল্মের মাধ্যমে প্রথমবার একসঙ্গে দেখা গেল বাবা-মা ও ছেলের জুটিকে।


আরও পড়ুন-২০১৭ সালে ঋষি কাপুরের সেই ভবিষ্যৎবাণীই যেন সত্যি হয়েছে


'শিল্পী'র গল্প লিখেছেন, নন্দিতা রায়। এই ছবির সংলাপ লিখেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সম্পদনার দায়িত্বে ছিলেন মলয় লাহা। 'হিং', 'রূপকথা', 'অ্যাপেল ট্রি'র পর এটা উইন্ডোজ-এর লকডাউন শর্টস-এর তৃতীয় চতুর্থ শর্টফিল্ম। গোটা শর্টফিল্মটির শ্যুটিং হয়েছে কৌশিক সেনের বাড়িতেই।


আরও পড়ুন-তিন সন্তানকে নিয়ে বড় ক্যানভাসে এভাবেই ছবি আঁকলেন সানি লিওন