Kriti Sanon: চেয়ার না পেয়ে মেঝেতেই বসে পড়লেন কৃতি! কী এমন হল?

সদ্য মুক্তি পেয়েছে প্রভাস-কৃতি অভিনীত ছবি 'আদিপুরুষের' ট্রেলার। আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে ট্রেলারটি। প্রেক্ষাগৃহে গিয়ে নিজের ছবির ট্রেলার মেঝেতে বসে দেখলেন অভিনেত্রী।  

Updated By: May 10, 2023, 02:42 PM IST
Kriti Sanon: চেয়ার না পেয়ে মেঝেতেই বসে পড়লেন কৃতি! কী এমন হল?

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: শীঘ্রই বড় স্ক্রিনে আসতে চলেছে বহু প্রতিক্ষিত ছবি 'আদিপুরুষ। রামের চরিত্রে অভিনয় করছেন প্রভাস (Prabhas)। সীতার ভূমিকায় অভিনয় করেছেন কৃতি শ্যানন (Kriti Sanon)। রাবণের ভূমিকায় সইফ আলি খান (Saif Ali Khan) কিছু দিন আগে মুক্তি পেয়েছিল ছবির পোস্টার। তারপরই হইচই শুরু হয় অনুরাগী মহলে। এরপর টিজার মুক্তি পেতে অতিরঞ্জিত VFX এর সমালোচনা করেন নেটিজেনেরা। তা খানিকটা শুধরে নিয়ে কিছুটা দেরিতেই প্রকাশ পেল ছবির ট্রেলার। 

জানা যায়, ছবির অভিনেতা, অভিনেত্রীরা চেয়েছিলেন হায়দরাবাদেই প্রথম ট্রেলার মুক্তি হোক 'আদিপুরুষের'। সেইমতো হায়দরাবাদের একটি থিয়েটারে স্পেশাল স্ক্রিনিংয়ের মাধ্যমে মুক্তি পায় ট্রেলার। আর সেই ট্রেলারে মুক্তির অনুষ্ঠানে গিয়েই মেঝেতে বসে পড়লেন ছবিতে সীতার ভূমিকায় থাকা অভিনেত্রী কৃতি শ্যানন (Kriti Sanon)। 

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে গিয়ে কোনো চেয়ার না পেয়ে রীতিমতো মেঝেতেই বসে পড়েছেন অভিনেত্রী! ঘটনাটি দেখে প্রেক্ষাগৃহের সবাই হইচই শুরু করলে তাতেও মিষ্টি হেসে অভিবাদন জানান কৃতি।

আরও পড়ুন: Sudipa Chatterjee: চিকিৎসকের গাফিলতিতে মৃত্যু সন্তান ভানুর! ক্ষোভ উগরে দিলেন সুদীপা...

ইতিমধ্যে ভিডিওটি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, যারা আগের থেকে চেয়ারে বসে ছিলেন তাঁদের বিরক্ত করতে চাননি অভিনেত্রী। তাই মেঝেতেই বসে পড়েন তিনি। কমেন্ট সেকশনে উপচে পড়ছে অনুরাগীদের বার্তা। অত্যন্ত মিষ্টি ও সুন্দর অভিনেত্রী কৃতি, প্রধান চরিত্রে অভিনয় করলেও কোনো অহংকার নেই, বলছেন অনুরাগীরা।

আরও পড়ুন: Tv Actress Wedding: বিয়ের পিঁড়িতে মিষ্টি সিং, টেলি অভিনেত্রীকে আইবুড়োভাত খাওয়ালেন তিথি...

'আদিপুরুষের' ট্রেলার মুক্তির অনুষ্ঠানে নজরকাড়া সাজে এসেছিলেন অভিনেত্রী। আবু জানি ও সন্দীপ খোসলার ডিজাইনের সাদা-সোনালী শাড়িতে সেজেছিলেন তিনি। পর্দায় রাম-সীতার ভূমিকায় প্রভাস-কৃতীকে দেখতে মুখিয়ে সিনেপ্রেমী দর্শকেরা। জানা যাচ্ছে, আগামী ১৬ই জুন নাগাদ বড় পর্দায় মুক্তি পাবে 'আদিপুরুষ'।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

 

 

 

 

.