একরত্তির জুতোর কালেকশন দেখলে আপনি 'লজ্জা' পাবেন

বিশেষকরে স্টরমির রয়েছে নানান ধরনেক স্নিকারের কালেকশন। 

Updated By: Jul 5, 2018, 06:08 PM IST
একরত্তির জুতোর কালেকশন দেখলে আপনি 'লজ্জা' পাবেন

নিজস্ব প্রতিবেদন : মার্কিন মডেল তথা জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী কাইলি জেনারের পাঁচ মাসের মেয়ে স্টরমি সবে সবে হাঁটতে শিখেছে। আর এই বয়সেই ছোট্ট স্টরমির ওয়াড্রপে তার জুতোর সংখ্যা দেখলে যেকোনও কারোর চোখ কপালে উঠবে। 

মঙ্গলবারই স্টরমির মা অর্থাৎ কাইলি জেনার নিজের ইনস্টাগ্রামে মেয়ের জুতোর কালেকশনের ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে স্টরমির জুতোর বাক্সতে নানান ধরনের জুতো রয়েছে। যা দেখলে যেকোনও মহিলারই ঈর্ষা হবে সেটাই স্বাভাবিক। চটি, জুতো, স্নিকার মিলিয়ে স্টরমির নানান ধরনের ব্র্যান্ডেড জুতোর দাম প্রায় ২২ হাজার ডলার,যা ভারতীয় টাকায় দাঁড়াচ্ছে ১৫ লক্ষ ৪০ হাজার টাকা। বিশেষকরে স্টরমির রয়েছে নানান ধরনেক স্নিকারের কালেকশন।

আরও পড়ুন-ধোনির জীবনে জানা-অজানা বিতর্ক নিয়ে আসছে সিকুয়্যাল

বিশ্বাস না হলে নিজেই দেখে নিন...

আরও পড়ুন-সলমনের 'ভারত'-এর জন্য এই পরিমাণ পারিশ্রমিক পাচ্ছেন প্রিয়াঙ্কা!

.