রণবীর কাপুর গুগলে শেষবার কী সার্চ করেছেন জানেন?
ফিল্মস্টাররা অবসর সময়ে কী করেন, সেটা নিয়ে সিনেমাপ্রেমীদের অনেক কৌতূহল। তাও তো আমাদের দেশে তুলনায় অনেক কম। বিদেশে এগুলো বড্ড বেশি। সেখানে পাপারাজ্জিদের হ্যাঁপা অনেক বেশি পোহাতে হয় তারকাদের। আপনিও কি রণবীর কাপুরের খুব ভক্ত? জানতে চান, রণবীর কাপুর শেষবার গুগলে কী সার্চ করেছেন?
Updated By: Aug 13, 2016, 06:32 PM IST
