প্রাপ্তবয়স্ক সার্টিফিকেট পেল `লন্ডন প্যারিস নিউ ইয়র্ক` ট্রেলর
ছবির সাথে ছবির ট্রেলরকেও `অ্যাডাল্ট` সার্টিফিকেট দেওয়া শুরু করেছে সেনসর বোর্ড। আলি জাফর ও অদিতি রাও অভিনীত, অনু মেননের ছবি `লন্ডন-প্যারিস- নিউইউর্ক ` মুক্তি পাবে কিছুদিন পরই। সেন্সর বোর্ডের কাছ থেকে `অ্যাডাল্ট` সার্টিফিকেট পেল সেই ছবির ট্রেলর। ভারতীয় সেনসর বোর্ড সিদ্ধান্ত নিয়েছে ছবিতে যদি কোনও অ্যাডাল্ট দৃশ্যের ইঙ্গিত থাকে সেক্ষেত্রেও কড়া পদক্ষেপ নেবে তারা।
ছবির সাথে ছবির ট্রেলরকেও `অ্যাডাল্ট` সার্টিফিকেট দেওয়া শুরু করেছে সেনসর বোর্ড। আলি জাফর ও অদিতি রাও অভিনীত, অনু মেননের ছবি `লন্ডন-প্যারিস- নিউইউর্ক ` মুক্তি পাবে কিছুদিন পরই। সেন্সর বোর্ডের কাছ থেকে `অ্যাডাল্ট` সার্টিফিকেট পেল সেই ছবির ট্রেলর। ভারতীয় সেনসর বোর্ড সিদ্ধান্ত নিয়েছে ছবিতে যদি কোনও অ্যাডাল্ট দৃশ্যের ইঙ্গিত থাকে সেক্ষেত্রেও কড়া পদক্ষেপ নেবে তারা।
এ বছরে বলিউডে দেখা যাবে বেশ কয়েকটি নতুন জুটি। তার মধ্যে একটি জুটি আলি জাফর আর অদিতি রাও। এর আগে `তেরে বিন লাদেন` বা `মেরে ব্রাদার কি দুলহন`-এর মতন ছবিতে কাজ করেছেন আলি জাফরকে। তেমনি `দিল্লী সিক্স`, `ইয়ে শালি জিন্দেগি`, `রকস্টার`-এর মতো ছবিতে নিজের অভিনয় ক্ষমতা দেখিয়েছেন অদিতি রাও। তাঁদের প্রথম ছবির ট্রেলরকে দেওয়া হল `অ্যাডাল্ট` সার্টিফিকেট।
এর আগে সুপভিত্র বাবুল পরিচালিত ছবি `বিট্টু বস`-এর ট্রেলরকেও `অ্যাডাল্ট` সার্টিফিকেট দিয়েছিল সেনসর বোর্ড।