Madhu Chopra: 'অনেক ফিল্ম থেকে বাদ দেওয়া হয়েছিল...' বলিউডে প্রিয়াঙ্কাকে ঘিরে গভীর চক্রান্ত নিয়ে মুখ খুললেন মা!
Priyanka Chopra: কয়েক দিন আগে, পডকাস্টে কেরিয়ার সম্পর্কে নানান অজানা কথা তুলে ধরেছিলেন প্রিয়াঙ্কা। তিনি জানিয়েছিলেন, বলিউডে তাঁকে কোণঠাসা করে দেওয়া হয়েছিল বলে হলিউডে যেতে বাধ্য় হন অভিনেত্রী। সম্প্রতি প্রিয়াঙ্কার কঠিন পথচলার আসল কারণ জানালেন তাঁর মা, মধু চোপড়া। কী বললেন তিনি? জেনে নিন...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রিয়াঙ্কা চোপড়ার পরিচয় আপাতত একজন হলিউডের অভিনেত্রী। দুর্দান্ত কিছু কাজ করে নিজেকে গ্লোবাল আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। সম্প্রতি তিনি বলিউডের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন। একটি পডকাস্ট শোতে তিনি বলেন যে তাঁকে বলিউডে কোণঠাসা করা হয়েছিল। তিনি জানিয়েছিলেন, বলিউড বেশিরভাগ সিনেমায় তাঁকে কাস্ট করা বন্ধ করে দিয়েছিল। তবে, সমস্ত ষড়যন্ত্র নিয়ে মুখ খুললেও কারও নাম করেননি তিনি। বরং তাঁর জীবনের সব কঠিন পরিস্থিতিকে পিছনে ফেলে হলিউড এবং বলিউড উভয় ক্ষেত্রেই নিজের জায়গা গড়ে তুলেছেন তিনি। বর্তমানে স্বামী নিক জোনাস, মেয়ে মালতি এবং মা মধু চোপড়ার সঙ্গে মুম্বইয়ে রয়েছেন অভিনেত্রী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে, প্রিয়াঙ্কার কঠিন পথচলার আসল কারণ সম্পর্কে মুখ খুললেন তাঁর মা, মধু চোপড়া।
আরও পড়ুন, Mithun Chakraborty: নতুন ‘কাবুলিওয়ালা’ মিঠুন চক্রবর্তী এবার তালিবানদের খপ্পরে!
মধু বলেন, 'প্রিয়াঙ্কা এবং আমি দুজনেই ফিল্ম ইন্ডাস্ট্রি এবং বিউটি ইন্ডাস্ট্রিতে নতুন ছিলাম। এটা অনেকটি একজন অন্ধ মানুষের আরেক জন অন্ধ মানুষকে রাস্তা পার করানোর মতো। আমি আইন নিয়ে পড়াশোনা করেছি এবং ফাইন্যান্স জানতাম। তাই, আমি মেয়ের আইনি ব্যাপারটা দেখতাম। যদিও ওর ভালো আইনজীবী ছিল। ফাইন্যান্সের বিষয়ে জানতাম বলে ওর ফাইন্যান্সও আমিই দেখতাম। সেই জন্য় আমাকে ওর সঙ্গে সব জায়গায় থাকতেই হত, তা সে ফিল্মের স্ক্রিপ্ট পড়া হোক বা মিটিং।' তিনি আরও বলেন, ' একদিন আমরা সিদ্ধান্ত নিলাম যে ও কোনও মিটিং করবে না। সন্ধ্যে ৭ টা সাড়ে ৭ টার পর ও বাইরে কোথাও যাবে না। ও যা করতে স্বচ্ছন্দ বোধ করেছে সবসময় সেই কাজটাই করেছে। এবং প্রিয়াঙ্কা এই সিদ্ধান্তে অটল।'
আরও পড়ুন, Sherlyn Chopra: এয়ারপোর্টে জ্যাকেট খুলে স্পোর্টস ব্রায়ে শার্লিন, 'অশ্লীল' ট্রোল-বন্যা নেটপাড়ায়!
মধু আরও বলেন যে প্রিয়াঙ্কা বেশ কয়েকটি ফিল্মের কিছু দৃশ্য করতে অস্বীকার করেছিলেন। কারণ তাঁর মনে হয়েছিল সেই সব দৃশ্য অত্য়ন্ত জরুরি নয়। ফলে অনেক ছবি থেকে প্রিয়াঙ্কাকে সরিয়ে দেওয়া হয়েছিল। 'আমরা সবসময় ওকে বলতাম, এটি 'ডু অর ডাই' পরিস্থিতি নয়। ও চাইলেই ফিরে যেতে পারে, পড়াশোনা করতে পারে বা অন্য কোনও পেশা নিতে পারে। ওর জন্য় অনেক রাস্তা খোলা রয়েছে। যদি এটি না হয় তবে অন্য় কিছু করবে।' বললেন তিনি।
অন্য়দিকে, প্রিয়াঙ্কাকে ফের দেখা যাবে হলিউডে। ২৮ এপ্রিল জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম, প্রাইম ভিডিওতে আসতে চলেছে রুশো ব্রাদার্সের (Russo Brothers) স্পাই থ্রিলার সিরিজসিটাডেল(Citadel)। এছাড়াও পরবর্তীতে লাভ এগেইন, এবং হেডস অফ স্টেট নামের ফিল্মে অভিনয় করবেন তিনি।
এর আগে, সিটাডেলের প্রেস কনফারেন্সে প্রিয়াঙ্কা বলেছিলেন, 'আমি যাদের পছন্দ করি না তাদের সঙ্গে আমি কাজ করতে পারি না। এটি আমার জন্য় পরিবর্তন সাপেক্ষ । যাঁরা আমাকে ঘিরে রয়েছেন বা যাঁদের সঙ্গে আমি কাজ করছি, তাঁদের প্রশংসা করতেই হবে। আমি অনেকদিন ধরেই এটা করছি। আমি আরও কাজ করতে চাই, আমি কাজের বিষয়ে অনুপ্রাণিত হতে চাই, এবং এই বিষয়টি আমার কাছে একেবারেই পরিবর্তন সাপেক্ষ নয়।'