সংবাদমাধ্যমে তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে দাবি করেন অনিল দেশমুখ
নিজস্ব প্রতিবেদন : কৃষক আন্দোলন নিয়ে সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), লতা মঙ্গেশকরের টুইটের তদন্ত করবে মহারাষ্ট্র সরকার। সম্প্রতি এমনই একটি খবরে জোর জল্পনা শুরু হয়ে যায়। বিষয়টি নিয়ে এবার কার্যত ঘুরে গেলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ।
তিনি বলেন, কৃষক আন্দোলন (Farmers' Protest) নিয়ে সচিন তন্ডুলকর, লতা মঙ্গেশকরের টুইটের বিরুদ্ধে তদন্ত করা হবে, এমন কিছু বলা হয়নি। কৃষক আন্দোলন নিয়ে তারকারা যখন টুইট করতে শুরু করেন, সেখানে বিজেপির আইটি সেলের কোনও হাত রয়েছে কি না, সেই বিষয়টি খতিয়ে দেখা হবে। তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলেও দাবি করেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী। লতা মঙ্গেশকর, সচিন তেন্ডুলকর গোটা দেশের দেশের মানুষের কাছে প্রিয় মানুষ। লতাজি (Lata Mangeshkar) গোটা দেশের মানুষের কাছে 'ঈশ্বর সমান'। ফলে ভারতের দুই তারকার টুইট নিয়ে কোনও তদন্ত করা হবে বলে যে খবর ছড়ানো হচ্ছে, তা সংবাদমাধ্যমের অপপ্রচার বলেও দাবি করেন অনিল দেশমুখ।
আরও পড়ুন : 'দ্বিতীয়বার বিয়ে করতে চাইনি', বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন রণধীর কাপুর
কৃষক আন্দোলন নিয়ে সম্প্রতি টুইট করেন মার্কিন পপ তারকা রিহানা (Rihanna)। আন্তর্জাতিক পপ তারকার পর সুইডিশ পরিবেশবিদ গ্রেটা থুনবার্গ এবং মিয়া খলিফাও টুইট করেন। এমনকী যাই হোক না কেন, তাঁরা আন্দোলনকারী কৃষকদের পাশে রয়েছেন বলে স্পষ্ট জানান গ্রেটা, মিয়ারা। ওই ঘটনার পরপরই রিহানাদের বিরুদ্ধে মুখ খোলেন কঙ্গনা রানাউত। কৃষক আন্দোলনের বিষয়ে রিহানারা কেন মুখ খুলছেন বলে প্রশ্ন তোলেন সচিন তেন্ডুলকর, লতা মঙ্গেশকর, বিরট কোহলি, অক্ষয় কুমাররা। কৃষক আন্দোলন নিয়ে তারকারা যেভাবে মুখ খুলছেন, তার প্রেক্ষিতে 'ঐক্যবদ্ধ ভারত' গড়ার ডাক দিয়ে টুইট করেন সচিন, লাতারা। ওই ঘটনার কয়েকদিনের মধ্যেই মুখ খোলে মহারাষ্ট্র সরকার।
আরও পড়ুন : 'ঐক্যবদ্ধ ভারত' গড়ার ডাক Sachin, Lata-র, টুইটের তদন্ত করবে মহারাষ্ট্র সরকার
সচিন, লতাদের টুইটের পিছনে বিজেপির কোনও চাপ রয়েছে কি না, সে বিষয়ে তদন্ত করা হবে বলে জানান মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী। ওই ঘটনার পর গোটা দেশ জুড়ে জোর শোরগোল শুরু হলে, নিজেদের বক্তব্য থেকেই কার্যত সরে আসেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী।
IND
387(112.3 ov)
|
VS |
ENG
145/3(43 ov)
|
Full Scorecard → |
MAW
(20 ov) 166/8
|
VS |
GER
158(19.5 ov)
|
Malawi beat Germany by 8 runs | ||
Full Scorecard → |
TAN
(20 ov) 154/7
|
VS |
BRN
157/4(16.2 ov)
|
Bahrain beat Tanzania by 6 wickets | ||
Full Scorecard → |