'সড়ক টু'-এর মুক্তির দিন প্রকাশ করতেই দেদার ট্রোলিংয়ের মুখে আলিয়া ভাট

একের পর এক সমালোচনায় ভরে ওঠে সামাজিক মাধ্যম

Edited By: জয়িতা বসু | Updated By: Aug 6, 2020, 07:56 PM IST
'সড়ক টু'-এর মুক্তির দিন প্রকাশ করতেই দেদার ট্রোলিংয়ের মুখে আলিয়া ভাট
সড়ক টু-এর নতুন পোস্টার

 নিজস্ব প্রতিবেদন : আগামী ২৮ অগাস্ট মুক্তি পাচ্ছে পরিচালক মহেশ ভাটের ছবি সড়ক টু। তবে আগামী ২৮ অগাস্ট ডিজনি প্লাস হটস্টারেই ডিজিটাল মুক্তি হচ্ছে সড়ক টু-এর। নিজের সোশ্যাল হ্যান্ডেলে নতুন পোস্টার শেয়ার করে মুক্তির দিন, তারিখ জানান আলিয়া ভাট। সড়ক টু-এর পোস্টার এবং মুক্তির প্রকাশ্যে আসতেই ফের সমালোচনার মুখে পড়তে হয় আলিয়া ভাটদের।

আরও পড়ুন : গত ২-১ বছরে রিয়ার সম্পত্তির পরিমাণ বেড়েছে হু হু করে, জেনে নিন কীভাবে

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

সড়ক টু-এ মুক্তির দিনক্ষণ জানানোর পর বিপাশা বসু, জোয়া আখতারদের মতো সেলেবদের কাছ থেকে শুভেচ্ছা বার্তা পান আলিয়া ভাট। কিন্তু ট্রোলিংয়ের আশঙ্কায় ইনস্টাগ্রামের কমেন্ট সেকশন বন্ধ করে দেন আলিয়া। ইনস্টাগ্রামে আলিয়া কমেন্ট সেকশন খুঁজে না পাওয়ার পর, তাঁকে ঘিরে ট্যুইটারে চলতে থাকে একের পর এক সমালোচনা। 

দেখুন...

 

কেউ বলতে শুরু করেন, আলিয়া যতই ইনস্টাগ্রামে কমেন্ট সেকশন বন্ধ করে দিন না কেন, তাঁর সিনেমা কেউ দেখবে না। কেউ বলেত শুরু করেন, নতুন করে আলিয়াকে ট্রোল করা হোক। কেউ আবার আলিয়াকে সরাসরি বয়কটের ডাক দেন। য়দিও সোশ্যাল মিডিয়ায় দেদার ট্রোলিংয়ের পরও এ  বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি আলিয়া ভাট।

.