আগামী মাসেই বিয়ে করছেন অর্জুন-মালাইকা?
একসঙ্গে সুইৎজারল্যান্ডেও গিয়েছিলেন অর্জুন-মালাইকা।
![আগামী মাসেই বিয়ে করছেন অর্জুন-মালাইকা? আগামী মাসেই বিয়ে করছেন অর্জুন-মালাইকা?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/03/01/178451-article-l-2018113286243823078000.jpg)
নিজস্ব প্রতিবেদন: বহুদিন ধরেই খবরের শিরোনামে রয়েছেন মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম। আজকাল প্রায় সবসময়ই তাঁদেরকে একসঙ্গেই ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। এমনকি সম্প্রতি আকাশ আম্বানির প্রাক-বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে একসঙ্গে সুইৎজারল্যান্ডেও গিয়েছিলেন অর্জুন-মালাইকা।
এবার শোনা যাচ্ছে অর্জুন-মালাইকা নিজেরাও বিয়েটা সেরেই ফেলতে চলেছেন। সূত্র বলছে, আগামী মাসে অর্থাৎ এপ্রিলেই বিয়েটা সেরে ফেলবেন অর্জুন-মালাইকা। কোনও একটি গীর্জায় গিয়ে খ্রিস্ট রীতিতেই নাকি বিয়ে সারতে চলেছেন তাঁরা। প্রসঙ্গত মালাইকা অরোরার বোন অমৃতা অরোরাও শাকিল লাদাকও খ্রিস্ট রীতিতেই বিয়ে সেরেছিলেন। এমনকি অমৃতা প্রথমবার আরবাজের সঙ্গেও খ্রিস্ট রীতিতেই বিয়ে সেরেছিলেন।
আরও পড়ুন-কঙ্কনার পিতৃবিয়োগ, প্রয়াত লেখক মুকুল শর্মা
এখন অর্জুন-মালাইকার বিয়ের অপেক্ষায় ভক্তরা।
আরও পড়ুন-মাসাইমারা উপজাতির সঙ্গে ফটোশ্যুট, সমালোচনার মুখে সারা