England-র স্কুলে সঙ্গীতের পাঠ্যক্রমে যুক্ত 'Munni Badnaam Hui'

এছাড়াও অন্তর্ভুক্ত করা হয়েছে কিশোরী আমোনকারের 'সহেলা রে', অনুষ্কা শঙ্করের ইন্ডিয়ান সামার, এ আর রহমানের 'জয় হো'।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Apr 14, 2021, 01:25 PM IST
England-র স্কুলে সঙ্গীতের পাঠ্যক্রমে যুক্ত 'Munni Badnaam Hui'

নিজস্ব প্রতিবেদন : ইংল্যান্ডের ডিপার্টমেন্ট ফর এডুকেশনের নতুন সঙ্গীত পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হল বলিউডের জনপ্রিয় আইটেম সং 'মুন্নি বদনাম হুয়ি'। ভারতীয় সঙ্গীতের যে বিবিধ ধারা সেটা যাতে ছাত্রছাত্রীরা বুঝতে পারে, সেকারণেও 'দাবাং' এর এই গান টি পাঠ্যক্রমে ঢোকানো হয়েছে।  এছাড়াও অন্তর্ভুক্ত করা হয়েছে কিশোরী আমোনকারের 'সহেলা রে', অনুষ্কা শঙ্করের ইন্ডিয়ান সামার, এ আর রহমানের 'জয় হো'।

PTI সূত্রে খবর, ১৫ জন বিশেষজ্ঞদের একটি প্যানেল এই সিলেবাস তৈরি করেছেন।  ২০ শতকে ভারতীয় ভারতীয় শাস্ত্রীয় সংগীতের অন্যতম প্রধান কণ্ঠশিল্পী কিশোরী আমোনকারের কথায়, ''আমার মতে সঙ্গীতের সঙ্গে আধ্যাত্মিকতার যোগ রয়েছে। সঙ্গীত পরমাত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন করে।''

'মুন্নি বদনাম হুয়ি' সম্পর্কে পাঠ্যক্রমে লেখা হয়েছে, ''প্লটে প্রয়োজন ছাড়াই এই আইটেম নম্বরটি বলিউডের ছবিতে ফুটে উঠে, এখানে মালাইকা আরোরার সঙ্গে, গল্পের কেন্দ্রীয় চরিত্র পুলিস অফিসার চুলবুল পাণ্ডেকেও দেখা গিয়েছে। যিনি এই ছবির প্রযোজকও বটে। কেবলমাত্র এই গানের দৃশ্যায়নে এই ছবিতে দেখা মিলেছে মালাইকার''। 

.