Manas Bhunia: মানস ভুঁইয়ার বিরুদ্ধে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি ৬ তৃণমূল বিধায়কের!
Manas Bhunia: আগে কংগ্রেসে ছিলেন, এখন তৃণমূলে। ২০১৬ সালে দলবদল করেন পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বিধায়ক মানস ভুইঁয়া। রাজ্যের জলসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী তিনি। লোকসভা নির্বাচনের যখন রাজ্য মন্ত্রিসভার রদবদল হয়, তখন সেচ দফতরের অতিরিক্তি দায়িত্বও দেওয়া হয় মানসকে।
Updated By: Dec 24, 2024, 07:44 PM IST