ইতালিতে ছিনতাইবাজদের কবলে বলিউডের জনপ্রিয় পরিচালকের পুত্র

Updated By: Aug 28, 2017, 04:12 PM IST
ইতালিতে ছিনতাইবাজদের কবলে বলিউডের জনপ্রিয় পরিচালকের পুত্র

ইতালিতে গিয়ে ছিনতাইবাজদের খপ্পরে পরিচালক মনিরত্নমের ছেলে নন্দন। ঘটনাটি ঘটে গত রবিবার, ইতালির বেলিউনোতে। বিষয়টি সামনে আনেন মনিরত্নমের স্ত্রী সুহাসিনী। তিনিই SOS-কে ট্যুইট করে ছেলেকে সাহা‌য্যের জন্য আবেদন করেন। ভেনিস বিমানবন্দরে তাঁর ছেলেকে পৌঁছে দিতে পারবেন এমন কারোর খোঁজ করেন মিসেস মনিরত্নম। 

তবে শুধু একটা নয়, ছেলে নন্দনের ছিনাতাইকারীদের খপ্পরে পড়ার ঘটনায় একাধিক টুইট করেন সুহাসিনী। তিনি এও বলেন একমাত্র ‌যাঁরা তাঁর ছেলেকে সাহা‌য্য করতে পারবেন তাঁরাই ‌যেন নন্দনকে ফোন করেন, অন্য কেউ নন।  কারণ, তাতে অকারণ ছেলের ফোনের ব্যাটারি নষ্ট হবে।

পরে অবশ্য ছেলে নন্দনের সুরক্ষিত ভাবে বাড়ি ফিরে আসার খবরও দেন তাঁর মা-ই।

প্রসঙ্গত, পরিচালক মনিরত্নমের ছেলে বছর ১৫-র নন্দন আপাতত রাজনীতি নিয়ে পড়াশোনা করছেন। সিনেমা নিয়ে তাঁর কোনও আগ্রহই নেই। ভবিষ্যতে তাঁর রাজনীতিতেই ‌যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে আগেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন সুহাসিনী। 

 

.