সানি লিওনের 'মস্তিজাদে'-র মোশন পোস্টার কি অশ্লীল? (দেখুন ভিডিও)

প্রকাশিত হল সানি লিওনের সেক্স কমেডি গোত্রের সিনেমা 'মস্তিজাদে'-এর মোশন পোস্টার। হালের বলিউডে ছবি রিলিজের আগে প্রকাশিত হয় মোশন পোস্টার।  সেই রীতি মেনেই বিকিনি পরিহিত জোড়া অবতারে সানি লিওন, বীর দাস ও তুষার কাপুরকে দেখা গেল মোশন পোস্টারে। ছবির ক্যাপশন হল 'মস্তি মে তো হাম তুমারা বাপ লাগতে হ্যায়।'

Updated By: Dec 9, 2015, 02:19 PM IST
সানি লিওনের 'মস্তিজাদে'-র মোশন পোস্টার কি অশ্লীল? (দেখুন ভিডিও)

ওয়েব ডেস্ক: প্রকাশিত হল সানি লিওনের সেক্স কমেডি গোত্রের সিনেমা 'মস্তিজাদে'-এর মোশন পোস্টার। হালের বলিউডে ছবি রিলিজের আগে প্রকাশিত হয় মোশন পোস্টার।  সেই রীতি মেনেই বিকিনি পরিহিত জোড়া অবতারে সানি লিওন, বীর দাস ও তুষার কাপুরকে দেখা গেল মোশন পোস্টারে। ছবির ক্যাপশন হল 'মস্তি মে তো হাম সবকা বাপ লাগতে হ্যায়।'

মোশন পোস্টারেই পরিষ্কার এই অ্যাডাল্ট কমেডি সিনেমা নিয়ে শ্লীল-অশ্লীল নিয়ে বিতর্ক হবে। অনেকেরই অভিযোগ সানির এই সিনেমার মোশন পোস্টার বেশ অশ্লীল।

প্রীতিশ নন্দী প্রযোজিত মিলান্দ জাফরি পরিচালিত এই সিনেমাটি মুক্তি পাবে ২৯ জানুয়ারি। লায়লা ও লিলি লেলে নামের দুই যমজ বোনের চরিত্রে দ্বৈত চরিত্রে অভিনয় করবেন সানি লিওন।

দেখুন সেই মোশন পোস্টারটি

 

 

.