ভেনিস ফিল্ম ফেস্টিভালের শুরু মীরা নায়রের ছবি দিয়ে
মীরা নায়রের 'দ্য রিলাকটান্ট ফানডামেন্টালিস্ট' দিয়ে উদ্বোধন হল ৬৯তম ভেনিস ফিল্ম ফেস্টিভাল। ৯/১১ পরবর্তী কর্মসূত্রে আমেরিকায় থাকা এক প্রবাসী পাকিস্থানি যুবককে কেন্দ্র করেই গড়ে উঠেছে ছবির গল্প।
মীরা নায়রের 'দ্য রিলাকটান্ট ফানডামেন্টালিস্ট' দিয়ে উদ্বোধন হল ৬৯তম ভেনিস ফিল্ম ফেস্টিভাল। ৯/১১ পরবর্তী কর্মসূত্রে আমেরিকায় থাকা এক প্রবাসী পাকিস্থানি যুবককে কেন্দ্র করেই গড়ে উঠেছে ছবির গল্প। আমেরিকার রঙিন জীবনের স্বপ্নে বুঁদ হয়ে থাকা এই যুবকের মোহ ভঙ্গেরই গল্পই ছবির কাহিনি।
পাকিস্তানি লেখক মহসিন হামিদের উপন্যাস অবলম্বনে তৈরি 'দ্য রিলাকটান্ট ফানডামেন্টালিস্ট'। ওয়াল স্ট্রিটের কর্পোরেট জগতে সাফল্যের পিছনে ছুটে চলা এক পাকিস্তানি যুবকের জীবন রাতারাতি বদলে যায় টুইন টাওয়ার আক্রমণের ঠিক পরেই। একদিকে আমেরিকার স্বপ্নময় জীবনের হাতছানি। অন্যদিকে, সে দেশেই ক্রমাগত বেড়ে চলা পাকিস্তানসহ গোটা দক্ষিণ এশিয়ার মানুষদের প্রতি বিদ্বেষ। সঙ্গে বাড়ি ফেরার ডাক। এই তিনের মাঝে মানসিক টানাপোড়েনে জর্জরিত ছেলেটির জীবন নিয়েই এই উপন্যাস। সেই সময়ে আমেরিকা প্রবাসী দক্ষিণ এশিয়দের জীবনের প্রতিচ্ছবিই ফুটে উঠেছে এই উপন্যাসে।
শাবানা আজমি, ওম পুরীর সঙ্গে হলিউডের কেট হাডসন, কিফার সাদারল্যান্ড, লিভ স্ক্রাইবার প্রমুখ অভিনেতারা অভিনয় করছেন মীরা নায়ার পরিচালিত এই ছবিটিতে। ছবিটির প্রধান চরিত্র চেঙ্গিসের ভূমিকায় রয়েছেন নবগত রিজ আহমেদ। প্রযোজনার দায়িত্বে লিডিয়া ডিন পিলচের। লন্ডন, ইস্তানবুল, লাহোর, দিল্লি, নিউ ইয়র্কের বিভিন্ন লোকেশনে ছবির শুটিং করেছেন মীরা।
ভেনিস ফিল্ম ফেস্টিভালে এর আগে ৪ বার প্রদর্শিত হয়েছে মীরার ছবি। টুইন টাওয়ার আক্রমণের বছরই ২০০১ সালে 'মনসুন ওয়েডিং' -এর জন্য পেয়েছিলেন 'গোল্ডেন লায়ন'। এছাড়াও, এই ফেস্টিভালেই মীরার 'মিসিসিপি মাসালা' আর 'ভ্যানিটি ফেয়ার' চিত্র সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল।
১৯৮৮ সালে মীরার প্রথম ছবি 'সালাম বম্বে' অস্কারে মনোনীত হওয়ার সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক চলচিত্রের জগতে নিজস্ব জায়গা করে নিয়েছিলেন ভারতীয় বংশদ্ভুত এই পরিচালক। এরপর একের পর এক তাঁর 'মিসিসিপি মাসালা', 'দ্যা পারেজ ফ্যামিলি', 'কামসূত্র- দ্য লাভ স্টোরি', 'ভ্যানিটি ফেয়ার', 'দ্য নেমসেক' ছবির মাধ্যমে নিজস্ব ঘরানা তৈরি করে ফেলেছেন মীরা।