মিস ইন্ডিয়ার খেতাব জিতলেন গোলাপি শহরের কোয়েল রানা

এ বছরের মিস ইন্ডিয়ার শিরোপা জিতলেন কোয়েল রানা। জয়পুরের মেয়ে কোয়েল খেতাব জয়ের আনন্দে কেঁদে ফেলেন। মজার কথা ৬ বছর আগে মিস টিন ইন্ডিয়াতেও প্রথম হয়েছিলেন কোয়েল। কোয়েলের মাথায় সুদৃশ্য মিস ইন্ডিয়ার মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী নভনিত কউর ধিলোঁ। দ্বিতীয় হন জটলেখা মলহোত্রা। তৃতীয় নির্বাচিত হন গেইল ডি`সিলভা।

Updated By: Apr 6, 2014, 04:40 PM IST

----------------------------------------
এ বছরের মিস ইন্ডিয়ার শিরোপা জিতলেন কোয়েল রানা। জয়পুরের মেয়ে কোয়েল খেতাব জয়ের আনন্দে কেঁদে ফেলেন। মজার কথা ৬ বছর আগে মিস টিন ইন্ডিয়াতেও প্রথম হয়েছিলেন কোয়েল। কোয়েলের মাথায় সুদৃশ্য মিস ইন্ডিয়ার মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী নভনিত কউর ধিলোঁ। দ্বিতীয় হন জটলেখা মলহোত্রা। তৃতীয় নির্বাচিত হন গেইল ডি`সিলভা।

মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০১৪ নির্বাচিত হওয়ার পর কোয়েল রানা বলেন, "এটা আমার কাছে বিস্ময় আর সবচেয়ে খুশির ব্যাপার। ভাবিনি আমিই সেরা হব।" সাব কনটেস্ট বিভাগে মিস হেলদি স্কিন বিভাগে সেরা হলেও কোয়েল লড়াইয়ে কিছুটা পিছিয়েই ছিলেন। কিন্তু প্রশ্নোত্তর বিভাগে বাজিমাত করে দেশে সুন্দরীর সুন্দরী নির্বাচিত হন।

এইবারই প্রথম মিস ইন্ডিয়ার প্রতিযোগীদের গ্রুমিং হয় বিদেশে। ১০ দিনের জন্য প্রতিযোগীদের উড়িয়ে নিয়ে যাওয়া হয় শ্রীলঙ্কায়। মুম্বইতে এফবিবি মিস ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৪-র অনুষ্ঠানে ছিল তারকার ঢল।

সাব কনটেস্ট বিজয়ীরা-

মিস ফ্যাশন আইকন-জানতি হাজারিকা
মিস ভাইভাসিয়াস-টেনেটি জোগা ভানু
মিস হেলদি স্কিন-কোয়েল রানা
মিস টাইমলেস বিউটি-গেইল ডি`সিলভা
মিস অ্যাডভেঞ্চারাস-যোশিকি সিন্ধর
মিস বিউটিফুল হেয়ার-নিখিলা নন্দগোপাল
মিস কনজিনিয়ালিটি-অর্পিতা কউর
মিস অ্যাকটিভ-নিখিলা নন্দগোপাল
মিস লাইফস্টাইল-সাথিয়া জগন্নাথ
মিস ট্যালেন্টেড-দীপ্তি সতি
মিস বডি বিউটিফুল-লোপামুদ্রা রাউত
মিস র‌্যাম্পওয়াক-বর্ষা গোপাল
মিস ফটোজেনিক-জানতি হাজারিকা
মিস বিউটিফুল স্মাইল-ইরশিকা মেরহোত্রা
মিস ওয়াটারবেবি-মানসি গ্রেওয়াল
মিস আয়রন মেডেন-দীপ্তি সতি
মিস সুডোকু-মালতি চাহার
মিস ন্যাশনাল কস্টিউম-জটলেখা মলহোত্রা

.