'মিশন মঙ্গল', প্রথম দিনেই বক্স অফিসে বাজিমাত অক্ষয়ের
'মিশন মঙ্গল'-এ সেই গল্প তুলে ধরে ছবি মুক্তির প্রথম দিনেই দর্শকদের মন কাড়তেও সফল হলেন অক্ষয়।
নিজস্ব প্রতিবেদন: 'মঙ্গলযান' পাঠাতে প্রথম পদক্ষেপেই সফল হয়েছিলেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা 'ইসরো' (স্পেস রিসার্চ অর্গানাইজেশন)র বিজ্ঞানীরা। খুব কম খরচেই সফল হয়েছিল ভারতের মঙ্গল অভিযান। 'মিশন মঙ্গল'-এ সেই গল্প তুলে ধরে ছবি মুক্তির প্রথম দিনেই দর্শকদের মন কাড়তেও সফল হলেন অক্ষয়।
বৃহস্পতিবার, ১৫ অগস্ট মুক্তি পেয়েছে অক্ষয় কুমার, বিদ্যা বালান, তাপসী পন্নু, সোনাক্ষী সিনহা অভিনীত ছবি 'মিশন মঙ্গল'। আর মুক্তির প্রথম দিনেই এই ছবির বক্স অফিস কালেকশন ২৯.১৬ কোটি টাকা, যা কিনা অক্ষয়ের কেরিয়ারে এই প্রথম। এর আগে আক্কির কোনও ছবিই মুক্তির প্রথম দিনে বক্স অফিসে এই পরিমান ব্যবসা করেনি। সোশ্যাল মিডিয়ায় টুইট করে একথা জানিয়েছেন ফিল্ম সমালোচক তরণ আদর্শ।
আরও পড়ুন-নিজের অজান্তেই ফাঁস হয়ে যাচ্ছে না তো আপনার গোপন তথ্য? প্রশ্ন তুলছে 'পাসওয়ার্ড'
#MissionMangal takes a fantabulous start... #IndependenceDay holiday gives biz an additional boost... Multiplexes outstanding, mass circuits good... Emerges Akshay Kumar's biggest opener... Thu ₹ 29.16 cr. India biz.
— taran adarsh (@taran_adarsh) August 16, 2019
প্রসঙ্গত, এর আগে স্বাধীনতা দিবসে মুক্তি প্রাপ্ত অক্ষয়ের ছবি রুস্তম, টয়লেট এক প্রেম কথা, গোল্ড এর বক্স অফিসে ব্যবসার পরিমান ছিল যথাক্রমে।
- রুস্তম- ১৪.১১ কোটি টাকা (শুক্রবার)
- টয়লেট এক প্রেম কথা- ১৩.১০ কোটি টাকা (শুক্রবার)
- গোল্ড- ২৫.২৫ কোটি টাকা (বুধবার)
- মিশন মঙ্গল-২৯.১৬ কোটি টাকা। (বৃহস্পতিবার)
Akshay Kumar and #IndependenceDay releases... Day 1 biz...
⭐ 2016: #Rustom ₹ 14.11 cr [Fri; working day]
⭐ 2017: #ToiletEkPremKatha ₹ 13.10 cr [Fri; working day]
⭐ 2018: #Gold ₹ 25.25 cr [Wed; holiday]
⭐ 2019: #MissionMangal ₹ 29.16 cr [Thu; holiday]
India biz.— taran adarsh (@taran_adarsh) August 16, 2019
প্রসঙ্গত, 'মিশন মঙ্গল'-এর বক্স অফিসে আগামী দিনে আরও অনেক বেশি টাকার ব্যবসা করবে বলেই মনে করছেন ফিল্ম সমালোচকরা।