মাদক সেবন করে চূড় তারকারা, সাহস থাকলে ক্ষমা চান, দাবি বিধায়কের

 ''পার্টিতে উপস্থিত তারাকারা দেশের মানুষের বিশ্বাস ভেঙেছেন।''

Updated By: Aug 2, 2019, 07:11 PM IST
মাদক সেবন করে চূড় তারকারা, সাহস থাকলে ক্ষমা চান, দাবি বিধায়কের

নিজস্ব প্রতিবেদন: করণ জোহরের পার্টিতে সেখানে রণবীর, দীপিকা, ভিকি কৌশলরা মাদক সেবন করছিলেন। ফের একবার জোরালো দাবি আকালি দলের বিধায়ক মনজিনদর সিং সিরসার। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা খোলা চিঠিতে সিরসার প্রশ্ন, 'মাদক পার্টি' না হলে তারকাদের সামনে কেন খাবারের থালা, পানীয়র গ্লাস দেখা গেল না? পার্টিতে উপস্থিত তারাকারা দেশের মানুষের বিশ্বাস ভেঙেছেন। সৎ সাহস থাকলে তাঁরা প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিন। 

শুক্রবার ইনস্টাগ্রাম ও টুইটারে একটি খোলা চিঠি পোস্ট করেন আকালি দলের বিধায়ক মনজিনদর সিং সিরসা। যেটি তিনি পার্টিতে উপস্থিত বলি তারকাদের ট্যাগও করেন । চিঠিতে সিরসা লিখেছেন, ''এতদিন আমরা তাঁদের ভক্ত ছিলাম, এখন প্রশ্ন করার সময় এসেছে।''  সিরসা আরও লিখেছেন, ''ক্রিকেট এবং বলিউড আমাদের দেশকে এক সূত্রে বেঁধে রাখে। সচিন তেন্ডুলকর যেমন দেশবাসীর কাছে আরাধ্য, তেমনই রজনীকান্তও আরাধ্য। সোশ্যাল মিডিয়া থেকে জাতীয় স্তরের কোনও অনুষ্ঠান সব ক্ষেত্রেই তারকারা মানুষের ভালোবাসা, শ্রদ্ধা পেয়ে থাকেন। তাঁরা দেশের অলিখিত অ্যাম্বাসাডর। ব্যক্তিগত ভাবে মাদক পার্টিতে অংশ নেওয়ার কোনও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা তাঁদের কি উচিত? ''

আরও পড়ুন-আরিয়ান-আব্রামের খুনসুটিতে ছুটির আমেজে বলিউড বাদশা, দেখুন ভিডিয়ো

বলি তারকাদের কাছে সিরসার প্রশ্ন, '''মাদক পার্টি' না হলে তারকাদের সামনে কেন খাবারের থালা, পানীয়র গ্লাস দেখা গেল না? তাঁরা কেন ক্যামেরার দিকে নির্লজ্জভাবে তাকিয়ে ছিলেন? তবে কি মাদক নিয়ে তাঁদের যত বিরোধীতা শুধুমাত্র সিনেমার পর্দাতে নির্দিষ্ট কোনও রাজ্যকে ছোট করার ক্ষেত্রেই সীমাবদ্ধ? ''

প্রসঙ্গত, শাহিদ কাপুরের ছবি 'উড়তা পঞ্জাব' মাদকাসক্ত পঞ্জাবের কিছু তরুণ প্রজন্মের ছবি তুলে ধরা হয়েছিল। অনেকেই মনে করছেন সেকথা মাথায় রেখেই সিরসা তারকাদের 'উড়তা বলিউড' বলে কটাক্ষ করেছেন।

প্রসঙ্গত গত ২৮ জুলাই করণের বাড়িতে পার্টির আয়োজন করা হয়। পার্টির সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন করণ নিজেই। এরপরই ৩০ জুলাই সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে সরব হন আকালি দলের বিধায়ক মনজিনদর সিং সিরসা।

আরও পড়ুন-জাতীয় সংগীত হিসেবে রবীন্দ্রনাথের গান না-পসন্দ নোবেলের

যদিও আকালি দলের বিধায়ক মনজিনদর সিং সিরসার অভিযোগ উডিয়ে দেন কংগ্রেস বিধায়ক মিলিন্দ দেওরা। তিনি পাল্টা টুইটে লেখেন, ''আমার স্ত্রীও ওই পার্টিতে ছিলেন। কেউই পার্টিতে মাদক নেননি (Drugged state)। এধরনের ভুয়ো খবর ছড়ানো বন্ধ করুন। যাঁদের আপনি জানেন না তাঁদের সম্পর্কে কীভাবে এসব কথা বলতে পারেন। আশাকরি আপনি সৎ সাহস দেখিয়ে ক্ষমা চেয়ে নেবেন।''

দিকে বলি তারকাদের মাদকসেবনের অভিযোগ নিয়ে টুইটারেই তর্ক-বিতর্ক শুরু করে দিয়েছেন নেটিজেনরা। এবিষয়ে বিভিন্ন নেটিজেন ভিন্ন মতামত পোষণ করেছেন।

আরও পড়ুন-হোটেল থেকে শ্যাম্পুর বোতল চুরি করে আনেন দীপিকা! ফাঁস করলেন অভিনেত্রীর বন্ধু

.