প্রয়াত প্রবীণ সঙ্গীত পরিচালক খৈয়াম
প্রথম সুযোগই পেয়েছিলেন উমরাও জান-ছবিতে কাজ করার সুযোগ।
নিজস্ব প্রতিবেদন : 'কভি কভি', 'উমরাও জান'-এর সঙ্গীত পরিচালক মহম্মদ জাহুর খৈয়াম হাসমি প্রয়াত। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে সোমবার তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।
গত ১৫ অগাস্ট ফুসফুসের সংক্রমণ নিয়ে মুম্বইয়ের সুজয় হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন খৈয়ামের শারীরিক অবস্থা সঙ্কটজনক বলেই জানান চিকিৎসকেরা। প্রসঙ্গত রবিবারই ৯২ বছরে পা দেন খৈয়াম।
Veteran music composer, Mohammed Zahur 'Khayyam' Hashmi, passed away at a hospital in Mumbai. pic.twitter.com/AdEpxHm661
— ANI (@ANI) August 19, 2019
মহম্মদ জাহুর হাসমিকে 'খৈয়াম' নামেই সবাই পরিচিত। মাত্র ১৭ বছর বয়সে লুধিয়ানাতে সঙ্গীত নিয়ে কাজ শুরু করেন তিনি। প্রথম সুযোগই পেয়েছিলেন উমরাও জান-ছবিতে কাজ করার সুযোগ। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। বলিউডে পাকাপাকি ভাবে জায়গা করে ফেলেন তিনি। চার দশক ধরে একের পর এক সুপারহিট গান উপহার দিয়েছেন তিনি। ছবির বাইরেও অনেক গান সমান জনপ্রিয়তা লাভ করেছে।
সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার এবং পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন খৈয়াম। জাতীয় পুরস্কার, ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডসও পেয়েছেন তিনি। ২০১০ সালে পেয়েছেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারও।
আরও পড়ুন - সাদা চুল, লম্বা দাড়িতে অন্যরকম অমিতাভ, প্রকাশ্যে বিগ বি-র 'নরসিমা রেড্ডির' লুক