Neena Gupta on Feminism: ‘নারীবাদ ফালতু, ছেলে-মেয়ে এক নয়’ বিস্ফোরক নীনা...

Neena Gupta on Feminism: নারীবাদ ফালতু কারণ নারী আর পুরুষ সমান হওয়ার যে কথা বলা হয়ে থাকে নারীবাদে, তা সঠিক নয়। ফের এহেন মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এসেছেন নীনা গুপ্তা। তাঁর এই মন্তব্যেই শোরগোল সোশ্যাল মিডিয়ায়।

Updated By: Nov 26, 2023, 09:18 PM IST
Neena Gupta on Feminism: ‘নারীবাদ ফালতু, ছেলে-মেয়ে এক নয়’ বিস্ফোরক নীনা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সত্যি কথা সপাটেই বলেন অভিনেত্রী নীনা গুপ্তা(Neena Gupta)। আর সেই কারণেই বারংবার তাঁর বক্তব্য ঘিরে তৈরি হয় বিতর্কও। তবে অনেকেই নীনার এই সত্যি কথা সপাটে বলার স্বভাবকে পছন্দও করেন অনেকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নারীবাদ নিয়ে এক মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এসেছেন নীনা। ‘নারীবাদ’ শব্দটিকে ফালতু বলেই দাবি করলেন বলিউড অভিনেত্রী নীনা গুপ্তা। অভিনেত্রীর মতে, ফেমিনিজমে যে বারবার বলা হয় পুরুষ নারী সমান সমান, সেটা ঠিক নয়। কারণ পুরুষরা সন্তানের জন্ম দিতে পারেন না। 

আরও পড়ুন- Salman Khan: ‘দেরি হলেও নিশ্চিত!’ এবার নতুন চমক সলমানের...

সম্প্রতি এক সাক্ষাৎকারে একই সঙ্গে তিনি পুরুষ এবং নারী দুজনের ক্ষেত্রেই অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া কতটা জরুরি সেই বিষয়েই কথা বলেছেন। নীনা গুপ্তা বলেন, ‘ফালতু নারীবাদে বিশ্বাস করতে হবে এটা জরুরি নয়। নারীরা পুরুষদের সমান সেটাও বিশ্বাস করতে হবে না। তার বদলে অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া জরুরি দুজনেরই, সেটায় মন দেওয়া প্রয়োজন। কাজে ফোকাস করা উচিত।’

অভিনেত্রী আরও বলেন, ‘আপনি গৃহিনী হলেও সেটাকে খাটো করে দেখবেন না। এটাও একটু গুরুত্বপূর্ণ রোল। নিজের আত্মাসম্মানকে বাড়ান, নিজেকে খাটো মনে করবেন না। তবে এটাও মনে রাখবেন পুরুষ এবং নারীরা এক নন। যেদিন পুরুষরা সন্তান প্রসব করতে পারবেন সেদিন দুজনে সমান হবে।’

আরও পড়ুন- Noble: অন্যের বউকে কিডন্যাপ করে বিয়ের দাবি! রিহ্যাবে পাঠানো হল নোবেলকে...

নারীদের পুরুষের প্রয়োজন হয় কেন? সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে নীনা বলেন, ‘একবার ভোর ছয়টায় আমার ফ্লাইট ছিল। তখন আমার কোনো প্রেমিক ছিল না। আমি একা ভোর চারটে নাগাদ যখন বাড়ি থেকে বের হই। একজন আমায় ফলো করতে শুরু করেন। আমি ভয়ে বাড়ি চলে আসি। পরদিন সেই এক ফ্লাইট আবার বুক করি, কিন্তু একজন পুরুষ বন্ধুর বাড়িতে থেকে যাই সেদিন। ও আমায় বিমানবন্দর ছেড়ে দেয় সেদিন। ফলে আমার জীবনে পুরুষের প্রয়োজন আছে।’

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.