প্রিয়াঙ্কা নন, অসম ট্যুরিজিমের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হোক হিমাকে, দাবি নেটিজেনদের
সোনাজয়ী অ্যাথলিট হিমা দাসকে অসম ট্যুরিজিমের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার দাবি তুললেন নেটিজেনরা।
নিজস্ব প্রতিবেদন: প্রিয়াঙ্কাকে নিয়ে বিতর্ক যেন শেষ হচ্ছে না। এবার প্রিয়াঙ্কাকে সরিয়ে, সোনাজয়ী অ্যাথলিট হিমা দাসকে অসম ট্যুরিজিমের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার দাবি তুললেন নেটিজেনরা।
সম্প্রতি, মিয়ামিতে হাবি নিক ও পরিবারের অন্যান্যদের সঙ্গে নিজের ৩৭ এর জন্মদিন সেলিব্রেট করেছেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। সেই সব ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সেখানে প্রিয়াঙ্কা ধূমপানের ছবি ঘিরে বিতর্ক তৈরি হয়।
এবার প্রিয়াঙ্কার ড্রেসিং সেন্স ও অসমের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে তাঁর ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন নেটিজেনরা। প্রিয়াঙ্কাকে আক্রমণ করে এক নেটিজেন লিখেছেন, ''অসমের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে আপনার লজ্জা হওয়া উচিত। ধূমপান ও ফূর্তি করে সময় না কাটিয়ে অসমের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে সেরাজ্যের মানুষের পাশে দাঁড়ানো উচিত। '' কেউ আবার লিখেছেন, ''আপনি অসমের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার যোগ্যই নন। '' কেউ লিখেছেন, ''অসমের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে আপনার বন্যা বিধ্বস্ত অসমের পাশে দাঁড়ানো উচিত। সকলের কাছে পাশে দাঁড়ানোর আবেদন করা উচিত।''
Dear Priyanka Chopra
In case you have forgotten, you are also the Brand Ambassador of Assam Tourism. A state submerged in flood right now. Where is your concern, your tweet creating awareness and asking people to extend help for them?
Shame on you. https://t.co/C1BH9dpTy7— Aditi AGARWAL (@aditiagarwal811) July 16, 2019
এদিকে অসমের বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন সেরাজ্যের সোনাজয়ী অ্যাথলিট হিমা দাস। তিনি তাঁর সাধ্যমত মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছেন এবং অন্যান্যদেরও বন্যা বিধ্বস্ত অসমের পাশে থাকার আবেদন জানিয়েছেন।
Flood situation in our state Assam is very critical, 30 out of 33 districts are currently affected. So i would like to request big corporates and individuals to kindly come forward and help our state in this difficult situation. pic.twitter.com/cbVZv7b4IP
— Hima MON JAI (@HimaDas8) July 16, 2019
I have contributed my bit and requesting others also to please help people of Assam. #AssamFloods https://t.co/y7ml1EMGzG
— Hima MON JAI (@HimaDas8) July 16, 2019
এর পর থেকেই প্রিয়াঙ্কাকে সরিয়ে অসম ট্যুরিজিমের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার দাবি জানিয়েছেন বহু নেটিজেন।
Hima Das donates half her salary for flood victims, while Assam's brand Ambassador Plastic Chopra is busy with some sasti American script.
Hi @sarbanandsonwal & @himantabiswa , make Hima Das our State's Ambassador. As an Axomiya, I relate myself more to Hima than Plastic Chopra.
— Pika (@zLaTanIkPiKaChU) July 16, 2019
Absolutely. My state doesn't need a plastic good-for-nothing doll like PC. Hima is our icon. A truly inspiring and motivation personality. She deserves to be the face of ASSAM.
— Kaashi (@d_prexa) July 17, 2019
তবে অবশ্য নেটিজেনদের সমালোচনার মুখে পড়ে দেরিতে হলেও সকলকে অসমবাসীর পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।