শ্রেয়া ও লেডি গাগা ছাড়া কারও সঙ্গে গাইব না, মোনালিও না: নোবেল

সারেগামাপা-য় তৃতীয় হওয়া নিয়েও তাঁর বিরক্তি গোপন করেননি নোবেল।

Updated By: Aug 3, 2019, 10:42 PM IST
শ্রেয়া ও লেডি গাগা ছাড়া কারও সঙ্গে গাইব না, মোনালিও না: নোবেল

নিজস্ব প্রতিবেদন: ডুয়েটে গান গাইতে চান না নোবেল। শুধু তাই নয়, নিজের ব্যান্ড দল ছাড়া অন্য সংগীতকারদের সঙ্গে কাজ করা নিয়েও আপত্তি রয়েছে তাঁর। বাংলাদেশের একটি সংবাদপত্রে এমনটাই জানিয়েছেন জি বাংলার রিয়েলিটি শো সারেগামাপা-র তৃতীয় স্থানাধিকারী নোবেল।   

সারেগামাপা-য় তৃতীয় হওয়া নিয়েও তাঁর বিরক্তি গোপন করেননি নোবেল। বাংলাদেশের কালের কণ্ঠ পত্রিকাকে দেওয়া সাক্ষাত্কারে গায়ক মন্তব্য করেছেন, ভক্ত-দর্শকরা মানতে পারছেন না, আমি তৃতীয় হয়েছি।    

একইসঙ্গে প্লে ব্যাকে নিজের ব্যান্ড ছাড়া অন্যদের সঙ্গে কাজ করতেও আপত্তি রয়েছে তাঁর। নোবেলের খোলামেলা উত্তর, সিনেমায় ব্যান্ডদল নিয়েই কাজ করছি। তবে টলিউড ও অনুপম রয় সলো নোবেলকে নিয়ে কাজ করতে চায় তাহলে সেটা আলাদা ব্যাপার। কিন্তু বাংলাদেশি সিনেমায় আমার ব্যান্ডদল নিয়েই গাইব। কারণ আমার গায়কির ধরন ও মিউজিকের জন্য ‘নোবেল ম্যান’-এর চেয়ে বেটার আউটপুট অন্য কেউ দিতে পারবে বলে মনে হয় না।'                

সিনেমায় সোলো গাইবেন? ডুয়েট গাইবেন না? এব্যাপারেও একটা শর্ত রয়েছে নোবেলের। তাঁর কথায়,'যদি লেডি গাগা হয় তাহলে তাঁর সঙ্গে ডুয়েট গাইতে পারি। উপমহাদেশে আমার প্রিয় শ্রেয়া ঘোষাল, তাঁর সঙ্গেও গাইতে পারি। বাংলাদেশ বা ভারতের কারও সঙ্গে ডুয়েট করব না।' সারেগামাপা-র বিচারক মোনালি ঠাকুরের সঙ্গেও না? নোবেলের জবাব, 'না'।

সদ্যই বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে বিতর্কে জড়িয়েছেন নোবেল। বলেছেন,'রবীন্দ্রনাথ ঠাকুরের 'সোনার বাংলা' গানটির তুলনায় প্রিন্স মাহমুদের গান 'সোনার বাংলা' অনেক বেশী করে নাকি সেই দেশকে চেনায়। এটা অবশ্যই তাঁর ব্যক্তিগত মতামত।'    

আরও পড়ুন- ভারতে অনুপ্রবেশের চেষ্টা বানচাল, একের পর এক পাক জঙ্গি খতম করল সেনা

.