Yash-Nusrat : সিনেমা দেখতে গিয়ে প্রকাশ্যেই যশকে চুমু খেয়ে বসলেন নুসরত

 সোশ্য়াল মিডিয়ায় আলোচনায় উঠে এসেছে যশ-নুসরতের 'মুভি নাইট'।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jun 30, 2022, 06:53 PM IST
Yash-Nusrat : সিনেমা দেখতে গিয়ে প্রকাশ্যেই যশকে চুমু খেয়ে বসলেন নুসরত

নিজস্ব প্রতিবেদন : তাঁকে নিয়ে আলোচনা কখনও থামেনা। তবে তা নিয়ে কোনওদিনই মাথা ঘামাতে বিন্দুমাত্র রাজি নন সাংসদ, অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। আপাতত স্বামী যশ (Yash Dasgupta)-এর সঙ্গে জমিয়ে সংসার করছেন নুসরত। নিজেদের প্রেম নিয়েও বেশ খোলামেলা তাঁরা। মাঝে মধ্যেই একে অপরের সঙ্গে রোম্যান্সের ছবি পোস্ট করে থাকেন তারকা দম্পতি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আলোচনায় উঠে এসেছে যশ-নুসরতের 'মুভি নাইট'।

যশের সঙ্গে 'মুভি নাইট'-এর ছবি নিজেই পোস্ট করেছেন নুসরত নিজেই। যেখানে যশের প্রতি প্রেমে গদগদ হয়ে দেখা গেছে তাঁকে। পপকর্ন হাতে নিয়ে হঠাৎই যশের গালে চুমু খেয়ে বসেন অভিনেত্রী। কিছুটা লজ্জা পেয়ে যশও হাসিমুখে সেই মুহূর্তটি লেন্সবন্দি করে রেখেছেন। নুসরত ইনস্টাস্টোরিতে ছবি পোস্ট করতেই সেটি বিভিন্ন ফ্যানক্লাবের মাধ্যমে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে।

আরও পড়়ুন-সারেগামাপা-র মঞ্চে অল্লু অর্জুনের 'শ্রীবল্লী'র স্টেপে নাচলেন শ্রীকান্ত আচার্যও

গত অগস্টে পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন যশ-নুসরত। এরপর গত অক্টোবরে দুর্গাপুজোর সময় শাঁখা, সিঁদুর পরে যশের সঙ্গে দেখা যায় সাংসদ অভিনেত্রীকে। পরে দীপাবলিতে ছেলে ঈশানের ছবিও অনুরাগীদের জন্য প্রকাশ করেন নুসরত। সম্প্রতি যশ-নুসরত হাজির হয়েছিলেন জি বাংলার দাদাগিরি অনুষ্ঠানে। সেখানে স্বামী ও বাবা হিসাবে যশকে পুরো নম্বরই দিয়েছেন সাংসদ অভিনেত্রী। খুব শীঘ্রই যশের সঙ্গে জুটি বেঁধে শিলাদিত্য মৌলিকের 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি' ছবির কাজও শুরু করার কথা নুসরতের। তবে 'চিনে বাদাম' বিতর্কের পর সেই ছবিতে যশ-নুসরত আদৌ কাজ করবেন কিনা এখন সেটাই দেখার। 

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.