পর্ন মুভি বলে রাধিকা আপ্তে অভিনীত 'পার্চড' বিক্রি হচ্ছে কলকাতায়!

ওয়েব ডেস্ক : গত কয়েকদিন ধরেই এই ছবিটি নিয়ে চলছে নানা বিতর্ক। কখনও ছবির বিশেষ দৃশ্য লিক হয়ে গিয়েছে বলে গুঞ্জন, তো আবার কখনও তা নিয়ে অন্য বিতর্ক। আর এবার সেই সব বিতর্ক ছাড়িয়ে দেখা দিয়েছে নতুন সমস্যা। অজয় দেবগনের নির্দেশনায় তৈরি হয়েছে সিনেমা পার্চড। আর তাতেই রয়েছে রাধিকা আপ্তের একটি নগ্ন সিন। সেই সিনটি নিয়েই বেঁধেছে গোল।

আরও পড়ুন- নিজের নগ্ন দৃশ্য নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্টে

মাঝে ওই বিশেষ মুহূর্তটি লাক হয়ে গিয়েছে বলেই বিতর্ক ছড়ায়। এরপরই তার বিরুদ্ধে মুখ খোলেন রাধিকা নিজেই। আর এবার তো গোটা সিনেমাটাই নাকি লিক হয়ে গিয়েছে বলে শোনা যাচ্ছে। শুধু তাই নয় বাজারে সেই সিনেমার পাইরেটেড ভার্সনও পাওয়া যাচ্ছে যা পর্ন মুভি বলে বিক্রি হচ্ছে। তাও আবার কলকাতায়।

English Title: 
OMG! Pirated copy of Radhika Apte’s ‘Parched’ being sold as porn
News Source: 
Home Title: 

পর্ন মুভি বলে রাধিকা আপ্তে অভিনীত 'পার্চড' বিক্রি হচ্ছে কলকাতায়!

পর্ন মুভি বলে রাধিকা আপ্তে অভিনীত 'পার্চড' বিক্রি হচ্ছে কলকাতায়!
Yes
Is Blog?: 
No