যারা রেড কার্পেটে হেঁটেছিলেন, দেশি তারকাদের অস্কার যাত্রা
২৯ ফেব্রুয়ারি, লিপ ইয়ারেই পৃথিবী তাকিয়ে এমন এক মঞ্চের দিকে যার সম্মানে সম্মানিত হওয়ার স্বপ্ন দেখেন না, এমন অভিনেতা-অভিনেত্রী দূরবীন দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। একটা 'ডেমো' দিই? আমির খান। ভারতের যেকোনও ফিল্ম অ্যাওয়ার্ডকেই বয়কট করেন তিনি। কয়েকদিন আগে তাঁর 'অসহিষ্ণু' বক্তব্য দেশ তোলপাড় করে দিয়েছিল। একমাত্র গ্রহণ করেছিলেন জাতীয় পুরস্কার। বরাবরের ব্যতিক্রমী আমিরও সেই অস্কারের কার্পেটে বিশ্বের সঙ্গেই 'দলে দলে মিলিত' হয়েছেন। অস্কারের ২৪ ঘণ্টা আগে, একঝলকে পুরনো স্মৃতি- যারা লাল কার্পেটে পথ হেটেছিলেন-
ওয়েব ডেস্ক: ২৯ ফেব্রুয়ারি, লিপ ইয়ারেই পৃথিবী তাকিয়ে এমন এক মঞ্চের দিকে যার সম্মানে সম্মানিত হওয়ার স্বপ্ন দেখেন না, এমন অভিনেতা-অভিনেত্রী দূরবীন দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। একটা 'ডেমো' দিই? আমির খান। ভারতের যেকোনও ফিল্ম অ্যাওয়ার্ডকেই বয়কট করেন তিনি। কয়েকদিন আগে তাঁর 'অসহিষ্ণু' বক্তব্য দেশ তোলপাড় করে দিয়েছিল। একমাত্র গ্রহণ করেছিলেন জাতীয় পুরস্কার। বরাবরের ব্যতিক্রমী আমিরও সেই অস্কারের কার্পেটে বিশ্বের সঙ্গেই 'দলে দলে মিলিত' হয়েছেন। অস্কারের ২৪ ঘণ্টা আগে, একঝলকে পুরনো স্মৃতি- যারা লাল কার্পেটে পথ হেটেছিলেন-
ভানু আথ্যিয়া। প্রথম ভারতীয় যিনি অস্কার জিতেছিলেন। ১৯৮৩ সালে 'গান্ধী' ছবিতে শ্রেষ্ঠ কস্টিউম ডিজাইনার হিসেবে অস্কার জয় ভানুর।
২০০২। লগন। আশুতোষ গোয়ারিকার, সুনিতা গোয়ারিকারের সঙ্গে অস্কারের লাল গালিচায় পা রেখেছিলেন দেশি তারকা আমির খান।
২০০৭। ওয়াটার। দীপা মেহেতা পরিচালিত সিনেমা ওয়াটার মনোনীত হয়েছিল অস্কারের জন্য। সেই সুবাদে লাল গালিচায় কালো বুট পরে ইতিহাস লিখে এসেছিলেন দেশি তারকা জন আব্রাহাম।
২০০৯। স্লামডগ মিলিয়নায়ার। ৯টি অস্কারজয়ী সিনেমা। চিত্রনাট্য ভারতীয় প্রেক্ষাপটে। পরিচালক ড্যানি বয়েল। অস্কারে পথ কার্পেটে পথ হেঁটেছিলেন এবং গৌরবময় ইতিহাস আছে যাদের- অনিল কাপুর, দেব প্যাটেল, ইরফান খান, মধুর মিত্তল। ৯টি অস্কারেরর মধ্যে দুটি যা এক ভারতীয়র নামে, তিনি এ আর (আল্লাহ্ রাখা) রহমান। অস্কার জয়ী আরও এক দেশি তারকা রুসেল পুকুট্টি।
লাইফ অব পাই। সালটা ২০১৩। সেরা পরিচালকের তালিকায় মনোনীত হয়েছিলেন পরিচালক আং লি। অস্কারের কার্পেটে তাঁর সঙ্গেই ছিলেন 'পাই' অভিনেতা সুরজ শর্মা।
৮৩ তম অস্কারে বচ্চন-রায় যুগলবন্দি। একই ফ্রেমে, একই কার্পেটে পাশাপাশি ঐশ্বর্য্য রায় বচ্চন ও অভিষেক বচ্চন।
মল্লিকা শারাওতে, এমন একটি নাম, ভারতীয় তারকার মধ্যে রেড কার্পেটে ইনি 'ডেইলি প্যাসেঞ্জার'। ২০০৯ থেকে ২০১১ রেড কার্পেটে হেঁটেছিলেন মল্লিকা।
যারা অভিনেতা নন, অভিনেত্রীও নন, তবুও রেড কার্পেটের লাল গালিচায় যাদের দেখা গিয়েছে তাঁরা হলেন ভারতের ধনকুবের, অনিল আম্বানি।