বীণা নিখোঁজ নিয়ে গুজব

রবিবার সকালে পাকিস্তানে গিয়ে ভিসা নবীকরণের গুজব ছড়ানো মাত্রই বীণা মালিকের আর জনসমক্ষে বেরিয়ে আসা ছাড়া কোনো উপায় ছিল না। আর সেটাই করলেন বীণার মুখপাত্র। বীণার মুখপাত্র আজ সাংবাদিকদের বলেছেন ‘আমি বীণার সাথে দেখা করতে ওকউড পার্কে যাচ্ছি। ওর সাথে সামান্য কথাও হয়েছে আমার’।

Updated By: Dec 17, 2011, 05:33 PM IST

রবিবার সকালে পাকিস্তানে গিয়ে ভিসা নবীকরণের গুজব ছড়ানো মাত্রই বীণা মালিকের আর জনসমক্ষে বেরিয়ে আসা ছাড়া কোনো উপায় ছিল না। আর সেটাই করলেন বীণার মুখপাত্র। বীণার মুখপাত্র আজ সাংবাদিকদের বলেছেন ‘আমি বীণার সাথে দেখা করতে ওকউড পার্কে যাচ্ছি। ওর সাথে সামান্য কথাও হয়েছে আমার’।
বৃহস্পতিবার ভোর রাতে মুম্বইয়ের একটি শ্যুটিং স্পট থেকে বেরনোর পর থেকেই কোনও খোঁজ ছিলও না পাক-অভিনেত্রী বীণা মালিকের। তাঁর ম্যানেজার প্রতীক মেহতা তখন জানান, বীণার ফোন নট রিচেবল থাকায়, তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রতীকের দাবি, শ্যুটিংয়ের পর যে গাড়ি সাধারণত তাঁকে রোজ বাড়িতে পৌঁছে দিয়ে আসে সেই গাড়িতে বীণা সেদিন ফেরেননি। অন্য এক ব্যক্তির গাড়িতে করে শ্যুটিংস্পট থেকে বেরিয়ে গিয়েছিলেন।
গোটা ঘটনাটি জানিয়ে পুলিসে একটি মামলা দায়ের করা হয়েছিল সেদিনই। সংবাদমাধ্যমের রিপোর্ট, পশ্চিম মুম্বইয়ে `ওয়ান ট্যুয়েন্টি ফাইভ কিলোমিটার্‌স` নামে একটি ছবির শ্যুটিং করছিলেন বীণা। চলচ্চিত্র নির্মাতা হেমন্ত মাদুরকর জানান, শ্যুটিং শেষ হওয়ার পর এবং নিখোঁজ হওয়ার আগে বীণার ফোন থেকে তিনি একটি এসএমএস পেযেছিলেন। তাতে ঠিকমতো অভিনয় করতে না পারার জন্য দুঃখপ্রকাশ করে বীণা লেখেন, কোনো বিষয়ে তাঁর মন খারাপ। তারপর তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তাঁর ফোন নট রিচেবল ছিল।

রবিবার বীণা এ কথা অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, আঠারো ঘন্টা টানা শুটিং-এর পর তিনি এতই ক্লান্ত ছিলেন যে মোবাইল বন্ধ করে দেন, যাতে তাঁর বিশ্রামে ব্যাঘাত না ঘটে।
 
খবর অবশ্য এও রটেছিল যে পাপারাতজিদের এড়াতে বোরখার আড়ালে ওয়াগা সীমান্ত দিয়ে বীণা পাকিস্তান চলে গেছেন।

.