ওয়েব ডেস্ক: স্বঘোষিত ধর্মগুরু 'গডম্যান' গুরমিত রাম রহিম সিং নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন বলিউড নায়িকা পুনম পাণ্ডে। ইন্টারনেট সেনসেশন পুনম পাণ্ডে ধর্ষণে অভিযুক্ত 'গডম্যান'  রাম রহিম সিংয়ের বিষয়ে মন্তব্য করার আগে জানান, রাম রহিম সিংকে 'বাবা' বলে সম্বোধন করবেন না। এরপর তিনি বলেন, " রাম রহিম সিং একজন ধর্ষক। সে কোনওভাবেই ঈশ্বরের দূত হতে পারে না। এই ধরনের মানুষ আসলে ঠকবাজ"। একই সঙ্গে ভারতীয় বিচার ব্যবস্থার ওপর আস্থা বজায় রেখে পুনম বলেন, "আইনের চোখে সবাই সমান। রাম রহিমের এই সাজা একটা দৃষ্টান্তমূলক উদাহরণ।" পড়ুন- নারীর 'বিকিনি-বসন' নিয়ে ধর্ষক ধর্মগুরু রাম রহিম সিংয়ের মত এটাই!

English Title: 
POONAM PANDEY’ S EPIC REACTION ON BABA RAM RAHIM
News Source: 
Home Title: 

'ধর্ষক ধর্মগুরু' রাম রহিম সিংকে নিয়ে বিস্ফোরক মন্তব্য পুনমের

'ধর্ষক ধর্মগুরু' রাম রহিম সিংকে নিয়ে বিস্ফোরক মন্তব্য পুনমের
Yes
Is Blog?: 
No