Pori Moni|Shakib Al Hasan: সাকিবের রেকর্ড ছুঁয়ে ফেললেন পরীমণি...

Pori Moni|Shakib Al Hasan: একজন ক্রিকেটার তো অন্যজন অভিনেত্রী। কয়েক মাসের ব্যবধানে দুজনের ফেসবুক ফলোয়ার ১৬ মিলিয়ন ক্লাবে পৌঁছে গেছে। এত দিন সাকিবের ফেসবুক ফলোয়ার ১৬ মিলিয়ন ছিল, বুধবার থেকে একই পরিমাণ ফলোয়ার পরীমনিরও।

Updated By: Oct 12, 2023, 08:43 PM IST
Pori Moni|Shakib Al Hasan: সাকিবের রেকর্ড ছুঁয়ে ফেললেন পরীমণি...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একজন বড়পর্দার তারকা তো অন্যজন বাইশগজের। তাঁদের অনুরাগীর সংখ্যা নিয়েই জোর টক্কর। বেশি কিছুদিন ধরেই সাকিব আল হাসান(Shakib Al Hasan) ও পরীমনির(Pori Moni) ফেসবুক অনুরাগীর সংখ্যা ছিল সমান। এরপর গত অগস্টে বাংলাদেশি তারকাদের মধ্যে ফেসবুক ফলোয়ারের ভিত্তিতে সবচেয়ে এগিয়ে থাকা নামটি হয়ে যায় বাংলাদেশি ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসানের। ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনিকে টপকে নিয়ে এগিয়ে যান সাকিব। পরীমনির খুব বেশি দিন লাগেনি সাকিবের সেই রেকর্ড ছুঁতে।

আরও পড়ুন- Aishwarya Rai Bachchan: জয়া-নভ্যা-অগস্ত্যকে ছেঁটে অমিতাভ-আরাধ্যার ছবি পোস্ট, তুমুল কটাক্ষের মুখে ঐশ্বর্য...

কয়েক মাসের ব্যবধানে দুজনের ফেসবুক ফলোয়ার ১৬ মিলিয়ন ক্লাবে পৌঁছে গেছে। এত দিন সাকিবের ফেসবুক ফলোয়ার ১৬ মিলিয়ন ছিল, বুধবার থেকে একই পরিমাণ ফলোয়ার পরীমনিরও। ১৬ মিলিয়ন ফলোয়ার নিয়ে সাকিব আল হাসানের ফেসবুক পেজটি থেকে ফলো করা হয় ছয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। এর মধ্যে চারজন ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠান রয়েছে। আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসিকে অনুসরণ করার পাশাপাশি পেজটি থেকে বাংলাদেশ দলের ক্রিকেটার মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ও রুবেল হোসেনকে ফলো করা হয়। প্রতিষ্ঠানের মধ্যে আছে সাকিব আল হাসান ফাউন্ডেশন ও ফরচুন বরিশালের ফেসবুক পেজটি।

অন্যদিকে ১৬ মিলিয়ন অনুসারীর পরীমনির ফেসবুক পেজ থেকে দেশ-বিদেশের ১৫১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুসরণ করা হয়। এর মধ্যে সাকিব ও পরীমনি দুজনের অনুসারীর মধ্যে রয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসির নাম। বাংলাদেশের ক্রিকেট মাঠে সাকিবের জনপ্রিয়তা তুমুল। প্রতিনিয়ত নিজেকে নিজেই ছাড়িয়ে গেছেন তিনি।অন্যদিকে চলচ্চিত্রেও পরীমনি বেশ আলোচিত একটি নাম। তবে ৯ বছরের অভিনয়জীবনে চলচ্চিত্রের চেয়ে চলচ্চিত্রের বাইরের ব্যক্তিগত জীবন নিয়েও তিনি বেশি আলোচিত।

আরও পড়ুন- Akshay Kumar| Raveena Tandon: ‘শ্যুটিঙের জন্য মুখিয়ে আছি...’ রবিনার সঙ্গে আগামী ছবি প্রসঙ্গে অক্ষয়!

১৬ মিলিয়ন, অর্থাৎ ১ কোটি ৬০ লাখ অনুসারীর সাকিবের ভেরিফায়েড ফেসবুক পেজে কখনো বিনোদনমূলক, কখনো আবার বাণিজ্যিক বিভিন্ন বিজ্ঞাপনের পোস্ট করা হয়। অন্যদিকে পরীমনিও তাঁর বিভিন্ন সময়ের ছবি, অনুভূতি এবং কাজের খবরাখবর প্রকাশ করে পেজটির মধ্য দিয়ে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন। ফেসবুক অনুসারীদের মধ্যে সাকিব আল হাসান ও পরীমনি পাশাপাশি থাকলেও বিনোদন অঙ্গনের তারকাদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন পরীমনি।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.