Pori Moni: বদলের বাংলাদেশে পরীমনিই প্রীতিলতা! মাস্টারদা তবে কে?
Pori Moni: ২০১০ সালে ‘খেলে হাম জি জান সে’ সিনেমায় প্রীতিলতা রূপে দেখা যায় বিশাখা সিংকে। ২০১২ সালে ‘চিটাগং’ সিনেমায় ভাগ তামাতিয়া হাজির হন প্রীতিলতার চরিত্রে। ২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদানে ‘ভালোবাসা প্রীতিলতা’ সিনেমায় প্রীতিলতা রূপে দেখা যায় নুশরাত ইমরোজ তিশাকে। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে এবার পরীমনির নাম।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্রিটিশবিরোধী স্বাধীনতাসংগ্রামে আত্মাহুতি দিয়ে বাংলার ‘প্রথম নারী শহীদ’ প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রয়াণ দিবস মঙ্গলবার। তাঁর জীবন-সংগ্রাম নিয়ে রাশিদ পলাশ ২০২১ সালে শ্যুটিং শুরু করেছিলেন ‘প্রীতিলতা’ নামক ছবির। নাম ভূমিকায় ছিলেন পরীমনি। এখনও শেষ হয়নি ছবির শ্যুটিং। এই ছবিতে মাস্টারদা কে, তা নিয়েই জল্পনা।
আরও পড়ুন- Aishwarya Rai Bachchan: খুলে ফেলেছেন বিয়ের আংটিও! প্যারিস থেকেই বিচ্ছেদ নিয়ে বড় ইঙ্গিত ঐশ্বর্যর...
প্রায় তিন বছর কেটে গেছে। তবে এখনও নানা কারণে ছবিটি শুটিং শেষ করতে পারেননি পরিচালক। এখন আবার প্রস্তুতি নিয়েছেন শুটিং করার। রাশিদ পলাশ বাংলাদেশের সংবাদমাধ্যমে জানান, ‘পরীমনি মা হওয়ার কারণে আমরা মাঝখানে বিরতি নিয়েছি। এখন আবার সরকার পরিবর্তন হয়েছে।সব মিলিয়ে গুছিয়ে উঠতে একটু সময় লাগছে। এমনিতে ছবির প্রায় অর্ধেক শুটিং শেষ হয়েছে। বাকি অংশটুকু চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে শুট করব। আশা করছি, মাস দুয়েকের মধ্যে আমরা ক্যামেরা ওপেন করতে পারব'।
তবে এই প্রথম নয় প্রীতিলতা ওয়েদ্দেদার এর আগেও দেখা গিয়েছে পর্দায়। ২০১০ সালে ‘খেলে হাম জি জান সে’ সিনেমায় প্রীতিলতা রূপে দেখা যায় বিশাখা সিংকে। ২০১২ সালে ‘চিটাগং’ সিনেমায় ভাগ তামাতিয়া হাজির হন প্রীতিলতার চরিত্রে। ২০২০ সালে বাংলাদেশে ‘বিপ্লবী অথবা একজন প্রেমিকা’ নাটকে প্রীতিলতা চরিত্রে হাজির হন রোবেনা রেজা জুঁই। ২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদানে ‘ভালোবাসা প্রীতিলতা’ সিনেমায় প্রীতিলতা রূপে দেখা যায় নুশরাত ইমরোজ তিশাকে। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে এবার পরীমনির নাম।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)