close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

অন্তঃসত্ত্বা লিসা, সুইমিং কস্টিউমে ঢেউ তুললেন বলিউড অভিনেত্রী

নিজেই শেয়ার করেন

Updated: Sep 11, 2019, 12:46 PM IST
অন্তঃসত্ত্বা লিসা, সুইমিং কস্টিউমে ঢেউ তুললেন বলিউড অভিনেত্রী

নিজস্ব প্রতিবেদন: দ্বিতীয়বার মাহচ্ছেন লিসা হেডন। সম্প্রতি স্বামী এবং সন্তানকে নিয়ে একটি ছবি শেয়ার করেন লিসা। সেই ছবি থেকেই লিসা ঘোষণা করেন, দ্বিতীয়বার মা হচ্ছেন তিনি।
বলিউড অভিনেত্রীর সেই ঘোষণার পর এবার ফের নতুন করে ছবি শেয়ার করলেন লিসা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সম্প্রতি একটি ছবি শেয়ার করেন লিসা হেডন। সেখানে তিনি লেখেন, 'বেবি ওয়েভস উইথ মাই বেবি বাম্প'। বলিউডের মডেল অভিনেত্রী লিসা হেডনের সেই ছবি দেখে, উচ্ছ্বসিত নেটিজেনরা।

আরও পড়ুন : বিয়ের পিঁড়িতে বসেননি, মা হতে চাইছেন তপসী!
দেখুন সেই ছবি..

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

ছবিতে লিসাকে কালো রঙের সুইমিং কস্টিউম পরতে দেখা যাচ্ছে। দ্বিতীয়বার মা হওয়ার সময়ও লিসা যে একেবারে সুস্থ, তা বেশ ভাল করেই প্রমাণ করলেন বলিউডের এই অভিনেত্রী।

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

প্রসঙ্গত অন্তঃসত্ত্বা হওয়ার পর নিয়মিতভাবে সোশ্যাল সাইটে নিজের ছবি শেয়ার করেন বলিউড অভিনেত্রী অ্যামি জ্যকসন। কখনও সুইমিং পুলে দেখা যায় তাঁকে, আবার কখনও বেড়াতে যাওয়ার ছবি শেয়ার করেন 'সিং ইস ব্লিং' অভিনেত্রী। সম্প্রতি নিজের সাধের ছবিও শেয়ার করেন অ্যামি।