Raajhorshee De-র 'মায়া', 'লেডি ম্যাকবেথ'-র দ্বিতীয় সত্ত্বায় দেখা যাবে Mithila-কে

জানা যাচ্ছে,  লেডি ম্যাকবেথের আদলে তৈরি হয়েছে মিথিলার এই চরিত্র। 

Reported By: রণিতা গোস্বামী | Updated By: Aug 5, 2021, 07:58 PM IST
Raajhorshee De-র 'মায়া', 'লেডি ম্যাকবেথ'-র দ্বিতীয় সত্ত্বায় দেখা যাবে Mithila-কে

নিজস্ব প্রতিবেদন : পরনে কালো আলখাল্লা ধরনের পোশাক, গলায় ভারি গয়না, সঙ্গে রুদ্রাক্ষের মালা, খোলা চুলে জটা দেখা যাচ্ছে, হাতে পিস্তল। এমনই চেহারায় সামনে এলেন রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। অন্যরকম লুকে চমকে দিয়েছেন অনুরাগীদের। মিথিলার এই লুকের সৌজন্যে 'মায়া'। পরিচালক রাজর্ষি দে-র ছবিতে এভাবেই দেখা যাবে মিথিলাকে। জানা যাচ্ছে,  লেডি ম্যাকবেথের আদলে তৈরি হয়েছে মিথিলার এই চরিত্র। 

কলকাতায় প্রথম বাংলা ছবি ও 'মায়া' নিয়ে Zee ২৪ ঘণ্টা ডিজিটালের তরফে যোগাযোগ করা হয় অভিনেত্রীর সঙ্গে। মিথিলা (Rafiath Rashid Mithila) বলেন, ''মায়া ছবিটা ম্যাকবেথের অনুসরণে তৈরি। এখানে হুবহু ওই গল্পই তুলে ধরা হয়েছে এমনটা নয়। ম্যাকবেথের চরিত্রগুলি সবই এখানে রয়েছে, তবে গল্পটা নারীর দৃষ্টিকোণ থেকে দেখা হয়েছে। এই কারণেই নাম রাখা হয়েছে মায়া। গল্পে মায়া-র যাত্রাপথ দেখানো হয়েছে।''

নিজের চরিত্র প্রসঙ্গে বলতে গিয়ে মিথিলা বলেন, ''গল্পে একটা সময় দেখা যায়, ১৭-১৮ বছরের বয়সের মায়াকে, এরপর আবার ৩০ বছর বয়সে গিয়ে মায়াকে দেখা যায়, পরে আবারও যখন তাঁকে দেখা গেল, সেটা তাঁর পরিণত বয়স, ৫০-এর আশেপাশে। মায়া হল সংখ্যালঘু সম্প্রদায়ের একজন মহিলা, যাঁকে জীবনে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তবে সে কখনও মাথানত করেনি। সে তাঁর লক্ষ্যে স্থির ছিল, লক্ষ্যে পৌঁছতে বাকি চরিত্রগুলিতে প্রভাবিত করেছে। এখানে বিভিন্ন সময়, বিভিন্ন লুকে মায়াকে দেখা যাবে, যে বিভিন্ন ভাষায় কথা বলেছে।''

 

'মায়া'-তে কাজ করা নিয়ে মিথিলা (Rafiath Rashid Mithila) বলেন, ''খুবই ইন্টারেস্টিং একটা চরিত্র, আমি হয়ত এই বাংলায় কাজ করার জন্য এমনই একটা চরিত্র চেয়েছিলাম। সেটাই হয়ে গেছে। চরিত্রটা ভীষণ স্টং। মায়ার মধ্যে একটা দৃঢ়তা আছে। প্রত্যেকটা লুকেই মায়ার কথা বলার ধরন, বডি ল্যাঙ্গুয়েজ এক্কেবারেই আলাদা। সেকারণে চরিত্রটা নিয়ে অনেক ভাবতে হয়েছে, অনুশীলন করতে হয়েছে। মায়া কীভাবে তাকাবে, কীভাবে কথা বলবে সবই রাজর্ষি দার সঙ্গে বারবার আলোচনা করেছি। এতবার পরেছি, যে পুরো চিত্রনাট্য মুখস্থ হয়ে গিয়েছে (হাসি)।''

মিথিলা (Rafiath Rashid Mithila) জানান, মায়া ছবিটি OTT-তে নয়, হলেই মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে সেটা কবে এখনই বলা যাচ্ছে না। জানা যাচ্ছে, রাজর্ষি দে-র এই ছবিতে অভিনয় করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, ডানকানের আদলে তৈরি দরবার শর্মার চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার, সুদীপ্তা চক্রবর্তী, সৌরভ দাস, তনুশ্রী চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী সহ আরও অনেককেই।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.