খেয়ালি মেজাজে সুচিত্রা, দিদিমার নতুন ছবি শেয়ার করলেন রাইমা

এমনভাবে মহানায়িকাকে আগে কখনও দেখেছেন?

Updated By: Jul 1, 2018, 01:48 PM IST
খেয়ালি মেজাজে সুচিত্রা, দিদিমার নতুন ছবি শেয়ার করলেন রাইমা

নিজস্ব প্রতিবেদন: মহানায়িকা সুচিত্রা সেন আজ আর নেই। তবুও তিনি রয়েছেন মানুষের মনে, স্মৃতিতে ও ভালোবাসায়। তাঁর বহু স্মৃতি রয়ে গিয়েছে তাঁর কাছের মানুষগুলির সঙ্গেও। অভিনেত্রীর একমাত্র মেয়ে মুনমুন সেন, দুই নাতনি রাইমা ও রিয়ার জীবনেও অত্যন্ত কাছের মানুষ ছিলেন তিনি। তাই তাঁর চলে যাওয়ার বহু বছর বাদেও মাঝে মধ্যেই হয়ত তিনি তাঁদের স্মৃতিতে ধরা দেন।  

রবিবার নিজের টুইটার হ্যান্ডেলে দিদিমা সুচিত্রা সেনের এক অতি দুর্লভ ছবি শেয়ার করেছেন নাতনি রাইমা। ছবিটিতে সাদা-কালো, যেখানে সুচিত্রাকে হাত-পা ছড়িয়ে ছাদে বসে থাকতে দেখা যাচ্ছে। তাঁর পরনে রয়েছে একটি ফ্রক ও পায়ে হিল জুতো। তাঁর মুখে লেগে রয়েছে সেই চির পরিচিত প্রাণখোলা হাসি। যে হাসি একসময় বহু পুরুষের হৃদয়ে ঝড় তুলেছে।

প্রসঙ্গত, বর্তমানে রাইমা সেন দিল্লিতে অতুল কুলকর্নির সঙ্গে 'অন্য-দ্যা আদার' ছবির শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন।  সেখানে তাঁকে এক সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। কিছুদিন আগে সেই শ্যুটিংয়ের ছবিও শেয়ার করেছিলেন রাইমা।

আরও পড়ুন- 'লম্বা টিকেগি' গানে 'ঝুমা বৌদি', মোনালিসার নাচে কাঁপল নেট দুনিয়া

.