সরস্বতী পুজোর অনুষ্ঠানে আইবুড়ো ভাতের শাড়িতেই সাজলেন শুভশ্রী
সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে রাজের (Raj Chakraborty) অফিসের পুজোর অনুষ্ঠানের ছবি ও ভিডিয়ো।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172472-ranita871263.jpg?itok=mVeYazYP)
![সরস্বতী পুজোর অনুষ্ঠানে আইবুড়ো ভাতের শাড়িতেই সাজলেন শুভশ্রী সরস্বতী পুজোর অনুষ্ঠানে আইবুড়ো ভাতের শাড়িতেই সাজলেন শুভশ্রী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/01/31/231875-56094567-475555.jpg)
নিজস্ব প্রতিবেদন : পরনে অফ হোয়াইট রঙের শাড়ি। গায়ে লাল স্লিভলেস ব্লাউজ, গলায় ও হাতে সোনার গয়না। সরস্বতী পুজোর (Saraswati Pujo) দিন রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার অফিসের অনুষ্ঠানে এভাবেই সেজে উঠেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। পুজোর দিন জিন্সের উপর সাদা পাঞ্জাবি পরতে দেখা গেল। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে রাজের (Raj Chakraborty) অফিসের পুজোর অনুষ্ঠানের ছবি ও ভিডিয়ো।
তবে সরস্বতী পুজোর দিন শুভশ্রী যে অফ হোয়াইট শাড়িটি পরেছিলেন, সেটি খুব সম্ভবত তাঁর বিয়ের শাড়ি। দক্ষিণ ২৪ পরগনার বাওয়ালি রাজবাড়িতে বেশ কয়েকদিন ধরে চলেছিল রাজ-শুভশ্রীর বিয়ের অনুষ্ঠান। বিয়ের আগের দিন আইবুড়ো ভাতের অনুষ্ঠানে এই শাড়িটি পরেছিলেন রাজ ঘরণী। প্রসঙ্গত বিয়ের অনুষ্ঠানে ফ্যাশান ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের করা ডিজাইনার পোশাকে সেজেছিলেন শুভশ্রী। বিশ্বাস না হলে নিজেরাই দেখে নিন...
এদিকে পুজোর অনুষ্ঠানে সবসময় শুভশ্রী পাশে পাশেই থাকতে দেখা গেল রাজ চক্রবর্তীকে।
প্রত্যেকবারের মত এবারও রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার অফিসে আয়োজিত সরস্বতী পুজোর অনুষ্ঠানে হাজির ছিলেন রাজের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও সহকর্মীরা। ছিলের রাজের মা লীলা চক্রবর্তী ও বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী।