হাসপাতাল থেকে ছাড়া পেলেন Rajinikanth, সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ চিকিৎসকদের

রবিবার দুপুরেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Dec 27, 2020, 05:39 PM IST
হাসপাতাল থেকে ছাড়া পেলেন Rajinikanth, সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ চিকিৎসকদের

নিজস্ব প্রতিবেদন : অনেকটাই সুস্থ। হাসপাতাল থেকে ছাড়া পেলেন দক্ষিণী সুপারস্টার 'রজনীকান্ত' (Rajinikanth)। তাঁর মেডিক্যাল রিপোর্টে ভয় পাওয়ার কিছু নেই বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রবিবার দুপুরেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। 

গত শুক্রবার রজনীকান্ত রক্তচাপ জনিত সমস্যার কারণে হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তবে বর্তমানে রক্তচাপ স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিনেতাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুন-করোনা আক্রান্ত হয়ে মৃত্যু পরিচালক দেবীদাস ভট্টাচার্যের

প্রসঙ্গত 'আন্নাথে'-র শ্যুটিংয়ের সময় সেখানে বেশ কয়েকজন কর্মী কোভিডে আক্রান্ত হন। রজনীকান্তের করোনা রিপোর্ট নেগেটিভ এলেও, তাঁর রক্তচাপ বাড়তে শুরু করে। সেসময় তিনি ১০দিন আইসোলেশনেও ছিলেন।

আরও পড়ুন-''মৃত্যুর পর আমার চিতাভস্ম গঙ্গায় ভাসিও না'', কবিতায় বললেন Kangana Ranaut

.