আলিয়াকে প্রকাশ্যে এই প্রস্তাবই দিলেন রণবীর!

 সম্প্রতি, রণবীরের বেশ প্রশংসা করেছেন আলিয়ার বাবা পরিচালক মহেশ ভাট। 

Updated By: Jul 14, 2018, 06:33 PM IST
আলিয়াকে প্রকাশ্যে এই প্রস্তাবই দিলেন রণবীর!

নিজস্ব প্রতিবেদন: রণবীর আলিয়ার প্রেম যে এক্কেবারে জমে ক্ষীর, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। আলিয়া বা রণবীরের কেউই তাঁদের সম্পর্কটা নিয়ে প্রথম থেকেই বিশেষ লুকোচুরি করেননি। এমনকি আলিয়াকে কাপুর পরিবারের বৌ করার জন্য প্রথম থেকেই তৈরি রণবীরের বাবা-মা। অন্যদিকে সম্প্রতি, রণবীরের বেশ প্রশংসা করেছেন আলিয়ার বাবা পরিচালক মহেশ ভাট। সবমিলিয়ে বিষয়টা বেশ জমে উঠেছে। এখন শুধুই 'রালিয়া'-র বিয়ের খবর শোনার অপেক্ষা করছে বি-টাউন।

তবে আলিয়ার প্রতি রণবীরের ভালোলাগাটা বোধহয় বহুদিনের।  রণবীর-আলিয়ার সম্পর্ক অফিসিয়ালি ঘোষণার আগে থেকেই রণবীর যে আলিয়ার বিষয়ে বেশ যত্নশীল ছিলেন তা সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিও থেকেই বোঝা যাচ্ছে। এই ভিডিওটি ২০১৭র নভেম্বর মাসের। যেখানে রণবীর ও আলিয়া দুজনে একটি মরণোত্তর অঙ্গদান নিয়ে হওয়া অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। 'বলিউড ফান৩৬০'র ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে পোস্ট হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে অনুষ্ঠানের শেষে প্রকাশ্যেই নিজের গাড়িতে আলিয়াকে তাঁর বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন রণবীর। আলিয়াও কোনও দ্বিধা না করেই রণবীরের প্রস্তাবে রাজি হয়ে যান।

 

 

A post shared by bollywood & viral updates (@bollywoodfun360) on

প্রসঙ্গত, রণবীর ও আলিয়া দুজনেই এই মুহূর্তে বুলগেরিয়াতে রয়েছেন অয়ন মুখার্জির 'ব্রহ্মাস্ত্র' ছবির শ্যুটিংয়ের জন্য়।

.