রণবীর কাপুরের ড্রাগনের শুটিং কবে থেকে শুরু হবে জানুন

Updated By: Jul 14, 2017, 02:44 PM IST
রণবীর কাপুরের ড্রাগনের শুটিং কবে থেকে শুরু হবে জানুন

ওয়েব ডেস্ক: আজই রিলিজ করল রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ অভিনীত জগ্গা জাসুস। কিন্তু হাতে একটুও ফাঁকা সময় নেই রণবীরের। কারণ, এখন সঞ্জয় দত্তের বায়োপিকের শেষপর্বের শুটিং চলছে। কিন্তু সঞ্জয় দত্তের বায়োপিকের কাজ শেষ হলেই যে তিনি কিছুদিন ছুটি পাবেন, তেমনটাও নয়। কারণ, আগামী ১৫ অক্টোবর থেকেই রণবীর আবার শুরু করে দিচ্ছেন তাঁর পরবর্তী ফিল্ম ড্রাগনের শুটিং। প্রসঙ্গত, সাই-ফাই স্টোরি ড্রাগনে রণবীর ছাড়াও রয়েছেন অমিতাভ বচ্চন এবং আলিয়া ভাট।

আরও পড়ুন আমেরিকা থেকে দেশে ফিরে খুব খুশি দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া

রণবীর কাপুর বলেছেন, 'ড্রাগনের শুটিং শুরু হবে ১৫ অক্টোবর থেকে। দিন চার পাঁচেকের মধ্যেই যাব নিউইয়র্কে। সেখানে সঞ্জয় দত্তের বায়োপিকের কিছু শুটিং হবে। তারপর ফিরব মুম্বইতে। এখানে এসেও দিন দশেকের শুটিং করব সঞ্জয় দত্তের বায়োপিকের জন্য। তারপরই নেমে পড়তে হবে ড্রাগনের শুটিংয়ে।' প্রসঙ্গত, ড্রাগনের পরিচালক অয়ণ মুখার্জির সঙ্গে এটা তাঁর তিন নম্বর ফিল্ম। এর আগে তিনি একসঙ্গে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি এবং ওয়েক আপ সিডে অভিনয় করেছিলেন।

আরও পড়ুন  তাঁর কাছে অ্যাকশন শিখতে চেয়েছেন কিং খান, শুনে কী বললেন টাইগার জানুন

.