জানেন কেন দীপিকার সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে কখনও কথা বলেন না রণবীর সিং?
বলিউডের এখনকার সবথেকে চর্চিত প্রেমকাহিনী। দীপিকা পাডুকোন এবং রণবীর সিং। তাঁদের সম্পর্কের কথা বলিউডের মুখে মুখে। কিন্তু রণবীর সিংকে কখনও দীপিকা পাডুকোনের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে কখনও কথা বলতে শোনা যায় না। জানেন কেন?
![জানেন কেন দীপিকার সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে কখনও কথা বলেন না রণবীর সিং? জানেন কেন দীপিকার সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে কখনও কথা বলেন না রণবীর সিং?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/02/10/78330-deepika-10-2-17.jpg)
ওয়েব ডেস্ক: বলিউডের এখনকার সবথেকে চর্চিত প্রেমকাহিনী। দীপিকা পাডুকোন এবং রণবীর সিং। তাঁদের সম্পর্কের কথা বলিউডের মুখে মুখে। কিন্তু রণবীর সিংকে কখনও দীপিকা পাডুকোনের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে কখনও কথা বলতে শোনা যায় না। জানেন কেন?
আরও পড়ুন নিজেকে সঞ্জয় দত্ত গড়ে তুলতে রণবীর কী করছেন জানেন?
রণবীর বললেন, ‘আমি খুবই সত্ এবং খোলা মনের। কিন্তু তার সঙ্গে এটাও মনে করি যে কিছু জিনিস গোপনে থাকাই ভালো। আমি আমার ব্যক্তিগত জীবন সকলের সামনে তুলে ঘরতে চাই না। আশা করি আমার এই অনুভূতিটা সবাই বুঝবেন। ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই আমি পছন্দ করি।’
আরও পড়ুন চ্যাট মেসেজকে আরও সুরক্ষিত করতে হোয়াটস অ্যাপের নতুন ফিচার্স