''রাজনীতির খেলায় সুশান্তের বিচার থেকে নজর যেন না ঘুরে যায়'', মন্তব্য রবিনার
সুশান্ত মৃত্যু থেকে যেন বিষয়টা ক্রমাগত অন্য়দিকে ঘুরে যাচ্ছে বলে মনে করছেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন।
নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু সম্প্রতি নতুন মোড় নিয়েছে। রিয়া চক্রবর্তীর গ্রেফতার থেকে কঙ্গনা বিতর্ক। সুশান্ত মৃত্যু থেকে যেন বিষয়টা ক্রমাগত অন্য়দিকে ঘুরে যাচ্ছে বলে মনে করছেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন।
বুধবার BMC-র তরফে কঙ্গনার অফিস ভাঙার বিষটি নিয়ে শোরগোল পড়ে যায়। এরপরই রবিনা টুইটে লেখেন, ''নিষ্পেষণ, ধ্বংস, মারামারি, যা কিছুই ঘটছে দুঃখিত। দুই মহিলা, দুই পক্ষ। তাঁরা নোংরা রাজনীতির ঘুঁটি হিসাবে ব্যবহৃত হচ্ছেন না তো? খুন, স্বজনপোষণ, আত্মহত্যা, পরিবারের শোক, মানসিক স্বাস্থ্য়, মাফিয়া, গৃহবিবাদ, পুলিস, সাংবাদিকতা, রাজনীতি, মাদক, সিনেমা, কোনও কিছুর জন্যই সুশান্তের বিচারের বিষয়টি শিথিল হয়ে যাওয়া ঠিক নয়।''
Drugs,ruins entire generations.Time to unearth/uproot this from the base.Lets not stop at Bollywood,sandalwood or all collective woods.Get after it with a vengeance.get it out from colleges,parties,politics hotels,https://t.co/bwVscGp4lv took #SSRDeathCase for authorities wakeup.
— Raveena Tandon (@TandonRaveena) September 8, 2020
আরও একটি টুইটে রবিনা লিখেছেন, ''যা কিছুই ঘটেছে আমি তাকে ঘৃণা করি। আমি বিশ্বাস করি আইন আইনের পথ ধরবে। বিশ্বাস করি ন্য়ায় বিচারের, সত্য়ের জয় হবে। কোনও রাজনৈতিক প্রচার বা কাদা ছোড়াছুড়ি অংশ হতে চাই না।''
I detest what has happened.I detest what is happening.I believe the law will take its course.I believe justice will prevail.I stand for what will be the truth.I refuse to take any political side.Or be part of any Pr Campaign.Or mud slinging on any person until verdict of Law.
— Raveena Tandon (@TandonRaveena) September 9, 2020
মঙ্গলবার টুইটারে রবিনা লিখেছিলেন, ''মাদক একটা প্রজন্মকে ধ্বংস করে দেয়। শিকড় থেকে এই বিষয়টি উপড়ে ফেলা উচিত। শুধু বলিউড নয়, সমস্তক্ষেত্র থেকে এটাকে সরিয়ে ফেলা উচিত। কলেজ, রাজনীতি, পার্টি, হোটেল সবকিছু থেকেই এটাকে বের করে ফেলা উচিত। সুশান্তের মৃত্যুর পর মানুষের জেগে ওঠা উচিত।''
Drugs,ruins entire generations.Time to unearth/uproot this from the base.Lets not stop at Bollywood,sandalwood or all collective woods.Get after it with a vengeance.get it out from colleges,parties,politics hotels,https://t.co/bwVscGp4lv took #SSRDeathCase for authorities wakeup.
— Raveena Tandon (@TandonRaveena) September 8, 2020
প্রসঙ্গত, সুশান্তের মামলায়, মাদককাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে রিয়া চক্রবর্তীকে।, আদালতে তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে। বুধবার রিয়ার জামিনের আবেদন খারিজ করে দেয় সেশন কোর্ট। আগামিকাল বিশেষ আদালতে রিয়ার দ্বিতীয় জামিনের আবেদনের শুনানি রয়েছে।