বিবাহিত পুরুষের প্রেমে পড়া নিয়ে প্রকাশ্যেই মুখ খুললেন Rekha
বিবাহিত পুরুষের প্রেমে পড়া নিয়ে মুখ খুলে আলোচনায় উঠে এসেছেন রেখা।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172472-ranita871263.jpg?itok=mVeYazYP)
![বিবাহিত পুরুষের প্রেমে পড়া নিয়ে প্রকাশ্যেই মুখ খুললেন Rekha বিবাহিত পুরুষের প্রেমে পড়া নিয়ে প্রকাশ্যেই মুখ খুললেন Rekha](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/04/05/314870-52806bda-bd3d-44f9-90f6-c25a55a5119e.jpg)
নিজস্ব প্রতিবেদন : সম্প্রতি 'ইন্ডিয়ান আইডল ১২'-এর বিচারক হয়ে এসেছিলেন রেখা। আর সেখানেই নিজের কথাবার্তা থেকে পারফরম্যান্সে দর্শকদের মাতিয়ে রাখলেন কিংবদন্তি অভিনেত্রী। আবার সেখানে বিবাহিত পুরুষের প্রেমে পড়া নিয়ে মুখ খুলে আলোচনায় উঠে এলেন রেখা।
ঠিক কী ঘটেছে?
ইন্ডিয়ান আইডল ১২-এর সঞ্চালক জয় ভানুশালি রেখার পাশে বসে থাকা সদ্য বিবাহিত গায়িকা নেহা কক্করের কাছে একটি প্রশ্ন রাখেন। জিজ্ঞাসা করেন, ''কোনও মহিলাকে বিবাহিত পুরুষের প্রেমে পড়তে দেখেছেন কি?'' পাশ থেকে রেখা বলে বসেন, ''এবিষয়ে আমাকে প্রশ্ন করতে পারেন।'' পরক্ষণেই আবার তিনি বলেন, ''আমি কিছু বলিনিতো।'' তবে তাঁর অভিব্যক্তি অনেক কিছু বুঝিয়ে দেয়। সেসময় উপস্থিত সকলেই রেখার কথা শুনে হেসে ফেলেন। সঞ্চালক জয় ভানুশালিও ঠিক কী বলবেন বুঝতে পারছিলেন না।
আরও পড়ুন-দিশার সঙ্গে গোপনে বিয়ে সারলেন রাহুল বৈদ্য? বর-বধূ বেশে তারকা জুটির ছবি প্রকাশ্যে
তবে রেখা যে অতীতে তাঁর আর অমিতাভ বচ্চনের প্রেমের গুঞ্জনের দিকে ইঙ্গিত করেছেন। তা আর বুঝে নিতে কারোর বাকি থাকে নি। অভিনেত্রীর কথা শুনে দর্শক মহলেও ওঠে হাসির রোল।