সাবধান! নতুন হাঁড়িতে ফের হাজির পুরনো দিনের সেই 'কলকাতার রসগোল্লা'
![সাবধান! নতুন হাঁড়িতে ফের হাজির পুরনো দিনের সেই 'কলকাতার রসগোল্লা' সাবধান! নতুন হাঁড়িতে ফের হাজির পুরনো দিনের সেই 'কলকাতার রসগোল্লা'](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/09/12/93407-kolkatar-rosogolla.jpg)
ওয়েব ডেস্ক: 'আমি বলি সবাই সাবধান'...! কারণ, পুজোর বাজারে আবারও ফিরছে '৯০-এর দশকের দেবশ্রী রায়ের সেই 'কলকাতার রসোগোল্লা'। না, তবে এবার আর কলকাতার রাস্তায় রাস্তায় পকেটমারির ভয় নেই। এবার কলকাতার রসগোল্লা মন ভরাচ্ছে বিচ পার্টিতে।
তবে এবার আর দেবশ্রী নন, তাঁর বদলে কলকাতার রসগোল্লা নিয়ে হাজির দেব, কোয়েল ও রুক্মিণী। আজ্ঞে হ্যাঁ, ঠিকই ধরেছেন '৯০-এর দশকের কলকাতার রসগোল্লা-কে এবার 'ককপিট'-এ ফিরিয়ে আনছেন দেব। বাপি লাহিড়ির সুরে কবিতা কৃষ্ণমূর্তির গলায় '৯০-এর সেই 'কলকাতার রসগোল্লা'-কেই 'ককপিট'-এ রিমেক করেছেন সঙ্গীত পরিচালক অরিন্দম চট্টোপাধ্যায়। মূল গানটি একই রয়েছে। পরিবর্তন যেটুকু, সেটা হল গানের সঙ্গে মিশেছে র্যাপ।
একটা বিচ পার্টির দৃশ্যে উঠে আসবে গানটি, তাতে পা মেলাবেন দেব, রুক্মিণী ও কোয়েল। ফ্যানদের জন্য নতুন 'কলকাতার রসগোল্লা' গানটি ফেসবুকে শেয়ার করেছেন দেব।
আরও পড়ুন- বিয়ে বাড়ির ডান্স ফ্লোর মাতালেন রণবীর, সঙ্গ দিলেন অনিল কাপুর