হৃদরোগে আক্রান্ত, ICU-তে ভর্তি কোরিওগ্রাফার, পরিচালক রেমো ডি'সুজা

পরিচালক রেমো ডি'সুজাকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Dec 11, 2020, 06:27 PM IST
হৃদরোগে আক্রান্ত, ICU-তে ভর্তি কোরিওগ্রাফার, পরিচালক রেমো ডি'সুজা

নিজস্ব প্রতিবেদন :  আচমকাই হৃদরোগে আক্রান্ত, হাসপাতালে ভর্তি বলিউডের খ্যাতনামা কোরিওগ্রাফার, পরিচালক রেমো ডি'সুজা। তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রেমো ডি'সুজা-র স্ত্রী লিজেল ডি'সুজা সংবাদমাধ্যম কে জানান, ''রেমোর হৃদযন্ত্রে একটা ব্লকেজ রয়েছে। চিকিৎসকরা এনজিওগ্রাফি করেছেন। তিনি এই মুহূর্তে আইসিইউতে রয়েছেন। প্রার্থনা করুন। পরবর্তী ২৪ ঘন্টা খুব গুরুত্বপূর্ণ।''

আরও পড়ুন-বলিউড অভিনেত্রীর রহস্য মৃত্যু, যোধপুর পার্কের বাড়ি থেকে উদ্ধার দেহ

বলিউডের বহু হিট গানের কোরিওগ্রাফি করেছেন রেমো। পাশাপাশি 'স্ট্রিট ডান্সার থ্রিডি', 'এবিসিডি', 'এবিসিডি ২' এবং 'অ্য়া ফ্লাইং জট' এর মতো ছবির পরিচালনাও করেছেন তিনি। সম্প্রতি রেমো জানিয়েছিলেন তিনি খ্যাতনামা কোরিওগ্রাফার সরোজ খানের বায়োপিক বানাতে চান।

আরও পড়ুন-''বাড়ি থেকে ৩ হাজার টাকা পাঠাত, তাতে কিছুই হত না'', ১১ বছর আগের কথা বললেন মিমি

.