ছেলের প্রশংসায় পঞ্চমুখ ঋষি
খোলা গলায় ছেলের প্রশংসা করলেন ঋষি কপূর। ২০০৭ সালে সঞ্জয় লীলা বনশালির সাঁওরিয়া ছবি দিয়ে বলিউডে পা রেখেছেন রণবীর। মাত্র ৭ বছরেই তাঁর উত্থানে স্বাভাবিক ভাবেই অভিভূত ঋষি। গর্বিত বাবা জানালেন, ইন্ডাস্ট্রিতে কপূর পরিবারের যথেষ্ট প্রতিপত্তি থাকা সত্ত্বেও রণবীর যেভাবে কেরিয়ারের শুরু থেকেই বিভিন্ন ধরনের চরিত্র বেছে সাহস দেখিয়েছে তা সত্যিই প্রশংসনীয়।
খোলা গলায় ছেলের প্রশংসা করলেন ঋষি কপূর। ২০০৭ সালে সঞ্জয় লীলা বনশালির সাঁওরিয়া ছবি দিয়ে বলিউডে পা রেখেছেন রণবীর। মাত্র ৭ বছরেই তাঁর উত্থানে স্বাভাবিক ভাবেই অভিভূত ঋষি। গর্বিত বাবা জানালেন, ইন্ডাস্ট্রিতে কপূর পরিবারের যথেষ্ট প্রতিপত্তি থাকা সত্ত্বেও রণবীর যেভাবে কেরিয়ারের শুরু থেকেই বিভিন্ন ধরনের চরিত্র বেছে সাহস দেখিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। রণবীর যেভাবে কপূর পরিবারের ঐতিহ্য বয়ে নিয়ে চলেছে তাতে আমি গর্বিত। আমি সবসময় ওকে আরও ভাল কাজ করতে অনুপ্রাণিত করি।
সাঁওরিয়া দিয়ে কেরিয়ার শুরু করে ওয়েক আপ সিড, রাজনীতি, রকস্টার, বরফির মত ছবিতে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন রণবীর। ঋষি বললেন, রণবীর কেরিয়ারের শুরু থেকেই ভিন্ন পথে হেঁটেছে। শুরু থেকেই অন্য ধরনের চরিত্রে অভিনয়ের দিকে ঝুঁকেছে রণবীর। এবং প্রতিটা চরিত্রের সিদ্ধান্তই ও নিজে নিয়েছে। আমি ওর বয়সে এত ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগ পাইনি।