COVID-19এর ``চিকিৎসায় লক্ষ লক্ষ টাকা বিল ধরাচ্ছে বেসরকারি হাসপাতাল``, সরব ঋতাভরী
এমন অমানবিক ব্যবহারের কড়া নিন্দা করেছেন ঋতাভরী চক্রবর্তী।
নিজস্ব প্রতিবেদন : করোনার প্রকোপে গোটা দেশের মানুষ নাজেহাল। এরই মাঝে সুযোগ বুঝে করোনার চিকিৎসায় লক্ষ লক্ষ টাকা বিল ধরাচ্ছে বেসরকারি হাসপাতালগুলি। মানুষের অসহায় পরিস্থিতির ফায়দা তুলছে বেশকিছু বেসরকারি চিকিৎসা কেন্দ্র। এবার ফেসবুক পোস্টে বেসরকারি হাসপাতালের কাণ্ডকারখানার বিরুদ্ধে সরব হলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। এমন অমানবিক ব্যবহারের কড়া নিন্দা করেছেন অভিনেত্রী।
কোভিডের চিকিৎসার নামে বেসরকারি হাসপাতালগুলি যা করছে তাকে 'ডাকাতি' বলে কটাক্ষ করেছেন ঋতাভরী। ফেসবুকে বেশকিছু দাবি তুলে সরব হয়েছেন তিনি। কোভিডের চিকিৎসা নিয়ে জনমত গড়ে তোলার কথাও বলেছেন অভিনেত্রী। লিখেছেন, ''কোভিড চিকিৎসার জন্য প্রাইভেট হাসপাতালগুলো লক্ষ লক্ষ টাকার প্যাকেজ রাখছে। রীতিমত ডাকাতি বলা যায়। অথচ, সরকারি ব্যবস্থাপনায় একই চিকিৎসার খরচ অনেক কম। কিন্তু, সাধারণ মানুষ হয়রান হচ্ছে সরকারি হাসপাতালের রেফারের গোলকধাঁধায়।''
আরো পড়ুন-বেলঘড়িয়ার গরিব মাস্ক বিক্রেতার জন্য সাহায্যের হাত বাড়ালেন দেব
ঋতাভরী, তাঁর তোলা বেশকিছু দাবি, কয়েকটি পয়েন্টে তুলে ধরেছেন। '' ১. সমস্ত হাসপাতালের কোভিড চিকিৎসা সরকারি এক্তিয়ারে নিয়ে আসা হোক। ২.কোভিড হাসপাতালগুলি ইন্টারলিংক রাখুক যাতে কোন হাসপাতালে ক'টা বেড পাওয়া যাচ্ছে, প্রত্যেকের কাছে খবর থাকে।
৩. কোনো রোগীকেই ফেরানো যাবেনা। প্রত্যেক নাগরিকের স্বাস্থ্য ও চিকিৎসার দায় কিন্তু সরকারের। এটা আমরা এবং সরকার উভয়েই ভুলতে বসেছি। ৪. রোগী পিছু ডাক্তার ও স্বাস্থ্যকর্মীর অনুপাত(রেশিও) আজ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, আমাদের আরো অনেক ডাক্তার ও স্বাস্থ্যকর্মী দরকার। সেদিকে লক্ষ্য রেখে সরকারি উদ্যোগে আরো মেডিকেল কলেজ ও নার্সিং ট্রেনিং কলেজ গড়ার পরিকল্পনা চাই।''
ঋতাভরীর এই ফেসবুক পোস্টের নিচে কমেন্টে, অনেকেই তাঁর সঙ্গে সহমত প্রকাশ করেছেন এবং সরব হয়েছেন।
আরও পড়ুন-নিজের বায়োপিক 'অভিযান'-এর হাত ধরে শ্যুটিং ফ্লোরে ফিরলেন সৌমিত্র চট্টোপাধ্যায়
প্রসঙ্গত, সম্প্রতি উইনডোজ প্রোডাকশনের 'ব্রহ্মা জানে গোপন কম্মটি' ছবিতে মহিলা পুরোহিতের ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছেন ঋতাভরী চক্রবর্তী।