সুশান্তের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে CBI তদন্তের দাবি, প্রতিক্রিয়া দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

 লোকসভার প্রাক্তন সাংসদ পাপ্পু যাদবের চিঠির প্রাপ্তি স্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jul 15, 2020, 07:13 PM IST
সুশান্তের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে CBI তদন্তের দাবি, প্রতিক্রিয়া দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার তদন্ত করুক CBI। এমন দাবিই তুলেছেন দেশের বহু মানুষ। এই মামলার তদন্তভার যাতে CBI নেয়, সেই আর্জি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছেও পৌঁছেছে। এদের মধ্যে লোকসভার প্রাক্তন সাংসদ পাপ্পু যাদবের চিঠির প্রাপ্তি স্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই।

বিহারের 'জন অধিকার পার্টি'র সভাপতি পাপ্পু যাদব নিজেই তাঁকে পাঠানো অমিত শাহর চিঠির কপি টুইটারে পোস্ট করেছেন। যে চিঠিতে অমিত শাহ পাপ্পু যাদবকে লিখেছেন, ''আপনার চিঠি ২০২০র ১৬ জুন পেয়েছি। যেখানে আপনি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলার দায়িত্বভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়ার আবেদন করেছেন। আপনার চিঠি সংশ্লিষ্ট বিভাগের কাছে পাঠানো হয়েছে।''

আরও পড়ুন-নিজের বায়োপিক 'অভিযান'-এর হাত ধরে শ্যুটিং ফ্লোরে ফিরলেন সৌমিত্র চট্টোপাধ্যায়

অমিতা শাহ-র পাঠানো এই চিঠি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে পাপ্পু যাদব লিখেছেন, ''অমিত শাহ জী, আপনি চাইলে সুশান্তের মামলায় সিবিআই তদন্ত ১ মিনিটে শুরু হতে পারে। দয়া করে এড়িয়ে যাবেন না। বিহারের গৌরব সুশান্তের মামলায় CBI তদন্তের আবেদন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে দিয়েছেন।''

প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর ঘটনায় CBI তদন্তের দাবি জানিয়েছেন অভিনেতা শেখর সুমন, রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়, সুব্রহ্মণ্যম স্বামী সহ আরও অনেকেই।

আরও পড়ুন-পোষ্যের কামড় খেয়ে তড়িঘড়ি হাসপাতালে রণবীর কাপুর

.